পর্ন কাণ্ডে আপাতত স্বস্তিতে ব্যবসায়ী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। মুম্বই হাইকোর্ট বুধবার রাজের অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিয়েছে। রাজের আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৫ অগস্ট।
পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে গত মাসে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই পরিস্থিতিতে জামিনে রাজ মুক্ত হলে সমাজের কাছে ভুল বার্তা যাবে বলে মনে করে মুম্বই পুলিশ। দিন কয়েক আগে আদালতে সেই বক্তব্য পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, জামিনে মুক্ত হলে রাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। জামিনে মুক্ত হলে রাজ আবার একই ধরনের ভিডিয়ো তৈরির চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা পুলিশের। যে ধরনের ভিডিয়ো তৈরি ভারতের আইন অনুযায়ী অপরাঝ বলে গণ্য করা হয়। ফলে সমাজের প্রতি অত্যন্ত ভুল বার্তা যেতে পারে। পাশাপাশি জামিনে মুক্ত হলে রাজের প্রদীপ বক্সি নামের যে আত্মীয় দেশের বাইরে থাকেন, তাঁর সঙ্গে মিলিত হয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করতে পারেন বলে মনে করেছে পুলিশ।
Cyber department-related pornography case: Bombay High Court grants interim relief to businessman and Shilpa Shetty’s husband Raj Kundra and keeps his anticipatory bail application for hearing next Wednesday, 25th August.
(File photo) pic.twitter.com/YU0IFyHm8S
— ANI (@ANI) August 18, 2021
রাজের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তা প্রমাণ হিসেবে দেখিয়েই রাজের আইনজীবিরা তাঁর জামিনের আবেদন করেন। সেই আবেদনে বলা হয়, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে রাজকে আটকে রাখা ঠিক নয়। প্রাথমিক ভাবে তা নাকচ করে দেয় আদালত। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শিকার যে সব মহিলারা তাঁরা আর্থিক দিক থেকে স্বচ্ছল নন। ফলে এখন রাজ ছাড়া পেয়ে গেলে হয়তো তাঁদের উপর চাপ দিয়েও প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারেন। পাশাপাশি রাজ জেলের বাইরে থাকলে হয়তো প্রমাণ নিয়ে পুলিশের কাছে আসতে ওই মহিলারা ভয় পেতে পারেন। পুলিশের এই বক্তব্য বিবেচনা করে আপাতত রাজ মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল আদালত। ফের শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল। এই মুহূর্তেই রাজকে জামিনে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে মোট ১৯টি কারণ আদালতে জমা করেছে অপরাধদমন শাখা। কিন্তু আপাতত স্বস্তিতে রাজ। যদিও রাজ বা তাঁর পরিবারের তরফে এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
রাজ কুন্দ্রা মামলায় প্রথম থেকেই শিরোনামে ছিলেন মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। মুম্বই পুলিশ ইতিমধ্যেই শার্লিনকে জিজ্ঞাসাবাদ করেছে। কী কী প্রশ্ন তাঁকে করা হয়েছে, তা নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন শার্লিন। ইতিমধ্যেই এই মামলায় আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান সৌরভ কুশওয়াহাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। গোটা মামলায় পরোক্ষে রাজ এবং শিল্পাকে সমর্থন করার জন্য অভিনেত্রী রাখি সাওন্তের সমালোচনা করেছেন শার্লিন।
পর্নকাণ্ডে গত ১৩ অগস্ট আরও এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। অভিযুক্তের নাম অভিজিৎ বোম্বলে। তিনি পেশায় ব্যবসায়ী, রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক ছিলেন এই ব্যক্তি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাজের কোম্পানির এই অবৈধ ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিজিৎ, যুক্ত ছিলেন অপরাধমূলক কাজের সঙ্গেও।
আরও পড়ুন, ‘মানিকতলা’র সঙ্গে ছবি ছিল না, অনেক পরে বুঝলেন পরমব্রত, কে এই ‘মানিকতলা’?