‘মানিকতলা’র সঙ্গে ছবি ছিল না, অনেক পরে বুঝলেন পরমব্রত, কে এই ‘মানিকতলা’?
Parambrata Chattopadhyay: ‘দ্য গার্ল’ সিরিজের শুটিং করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। পরমব্রত, তানিয়া ছাড়াও যিশু সেনগুপ্ত, বিনয় পাঠক, সমীর সোনির মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ।
মানিকতলার সঙ্গে তাঁর কোনও ছবি নেই। তিনি অর্থাৎ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কলকাতার ছেলে কখনও মানিকতলা যাননি, এটাই ভাবছেন কি? একেবারে ভুল ভাবছেন। কারণ এ মানিকতলা সে মানিকতলা নয়!
বিষয়টা বোঝার ক্ষেত্রে জটিল মনে হচ্ছে হয়তো। আসলে বিষয়টা বেশ সহজ। মানিকতলা অর্থাৎ অভিনেত্রী তানিয়া মানিকতলা। ‘দ্য গার্ল’ ওয়েব সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করছেন পরমব্রত।
তানিয়ার অভিনয় মীরা নায়ারের ‘আ সুটেবল বয়’-এ দেখেছেন ওয়েব অডিয়েন্স। পরমব্রতর সঙ্গে তাঁকে দেখে উচ্ছ্বসিত দর্শক। মানিকতলাকে মানিকতলায় নিয়ে আসার অনুরোধ করেছেন অনেকে। কারও মতে, নামের মধ্যেই একটুকরো কলকাতা রয়েছে অভিনেত্রীর। কেউ বা প্রশ্ন করেছেন, পরমব্রত কি তা হলে এখন তানিয়ার ‘সুইটেবল বয়’?
শুটিং সেটেই তানিয়ার সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন পরমব্রত। গত মার্চ থেকে তাঁরা শুটিং করছেন। কিন্তু একসঙ্গে ছবি শেয়ার করা হয়নি, এতদিন পরে তাঁর মনে হয়েছে। লকডাউনের পরে ফের শুরু হয়েছে শুটিং। একইরকম মজা করে কাজ করবেন তাঁরা।
প্রসঙ্গত, ‘দ্য গার্ল’ সিরিজের শুটিং করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। পরমব্রত, তানিয়া ছাড়াও যিশু সেনগুপ্ত, বিনয় পাঠক, সমীর সোনির মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ। এটাই দেবালয়ের প্রথম জাতীয় স্তরে কাজ। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ। টলিউড হোক বা বলিউড, সমান তালে ব্যালান্স করে কাজ করছেন পরমব্রত। শুধু অভিনেতা নন, পরিচালক এবং প্রযোজক হিসেবেও অন্য ধরনের কাজ ইন্ডাস্ট্রিকে উপহার দেওয়ার চেষ্টা করছেন তিনি। এই মুহূর্তে যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়- টলিউডের এই দুই অভিনেতাই বলিউডে দারুণ পারফর্ম করছেন বলে মনে করেন সিনেপ্রেমীরা। প্রজেক্ট বাছাইয়ের ক্ষেত্রেও নাকি যথেষ্ট খুঁতখুঁতে অভিনেতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বায়োপিক তৈরি করেছেন পরমব্রত। ছবিটি দেখানো হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে। কিছুদিন আগে আবার করণ জোহরের ছবির অফার ফিরিয়েছেন তিনি ঘনিষ্ঠ মহলে পরমব্রত নাকি জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রটির যথেষ্ট গুরুত্ব নেই। ফলে করণ জোহরের ছবি বলেই তাঁকে সেটা করতে রাজি হতে হবে, তেমনটাও নয়। ছবিটির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। পাঁচ বছর পর কামব্যাক করছেন করণ। ফলে এই ছবি ঘিরে বলিউডে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সে ছবির অফার ফিরিয়ে দেওয়ার পর দর্শক মহলের এক অংশের থেকে প্রশংসাই পেয়েছেন তিনি। এই ছবিতে বাংলা থেকে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
কেরিয়ারের এই পর্যায় এসে ছবি তৈরি ও চরিত্র বাছাইয়ের ব্যাপারে পরমব্রত সিলেক্টিভ, তা হয়তো নয়। তাঁর কেরিয়ার গ্রাফ দেখলেই বোঝা যাবে, প্রথম থেকেই অন্য ধরনের কাজের প্রতি আগ্রহ ছিল তাঁর। সে কারণেই বড় বাজেট বা নামী পরিচালকের থেকেও চিত্রনাট্য, নিজের চরিত্র তাঁর কাছে ছবি বাছাইয়ের পর্বে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, লেহ-লাদাখ বেড়াতে গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ, তাঁর সঙ্গী কে?
আরও পড়ুন, ‘তোমাকে ছেড়ে যাচ্ছি…’, কার প্রতি এই বার্তা দিলেন সৌরভ?