‘তোমাকে ছেড়ে যাচ্ছি…’, কার প্রতি এই বার্তা দিলেন সৌরভ?

Saurav Das: সৌরভ নিজেরই একটি ছবি শেয়ার করেছেন। জানলায় বসে রয়েছেন তিনি। জানলা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। মুম্বইয়ের জুহুর একটি হোটেল থেকে ওই ছবি তুলেছেন, তা তাঁর পোস্টেই স্পষ্ট।

‘তোমাকে ছেড়ে যাচ্ছি...’, কার প্রতি এই বার্তা দিলেন সৌরভ?
সৌরভ দাস। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 11:57 AM

‘তোমাকে ছেড়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার ফিরব বলে…’। ঠিক এমন ক্যাপশন দিয়েই মঙ্গবলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা সৌরভ দাস। কাকে ছেড়ে যাওয়ার কথা প্রকাশ করলেন অভিনেতা?

সৌরভ নিজেরই একটি ছবি শেয়ার করেছেন। জানলায় বসে রয়েছেন তিনি। জানলা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। মুম্বইয়ের জুহুর একটি হোটেল থেকে ওই ছবি তুলেছেন, তা তাঁর পোস্টেই স্পষ্ট। তিনি আসলে মুম্বই শহর ছেড়ে আসার কথা বলেছেন। অন্তত সৌরভের পোস্ট দেখে তেমনটাই মনে হয়েছে দর্শকের বড় অংশের।

গত কয়েকদিন ধরেই মুম্বইতে ছিলেন সৌরভ। বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন বাণিজ্যনগরী থেকে। কখনও লিখেছেন, তোমাদের শহরকে আমার করে নেব। কখনও বা মিরর সেলফি নিয়ে লিখেছেন, ‘স্বপ্নের শহরে প্রথম দিনের শুটিং। নতুন অধ্যায়। আশা করছি অনেককিছুর প্রথম। আমাকে শুভেচ্ছা জানান। আমি করবই এটা।’ টলিউডের পর বলিউডেও তাঁকে সমান ভাবে কাজ করতে দেখলে খুশি হবেন অনুরাগীরা। বিশেষত বাংলা ওয়েব প্ল্যাটফর্মে সৌরভের পারফরম্যান্স সব ধরনের দর্শক পছন্দ করেছেন। এ বার জাতীয় স্তরে সম্ভবত কাজের সুযোগ পেয়েছেন, সেখানেও তিনি নিজের সেরাটা দেবেন বলে বিশ্বাস দর্শকের।

View this post on Instagram

A post shared by Saurav Das (@i_sauravdas)

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার বার্তা দিয়েছিলেন সৌরভ। তাঁর সেই বার্তা নিঃসন্দেহে অবাক করেছিল তাঁর অনুরাগীদের। হ্যাশট্যাগে সৌরভ ‘সোশ্যাল ডিটক্স’ শব্দটা ব্যবহার করেছিলেন। কিন্তু কেন সোশ্যাল মিডিয়া থেকে তাঁর স্বেচ্ছা নির্বাসন, তা স্পষ্ট করেননি। কোনও কাজের জন্য কি বিরতি? না! সৌরভ তা জানাননি। কবে নাগাদ ফের তিনি সোশ্যাল ওয়ালে ফিরবেন, তারও কোনও হদিশ দেননি সে দিনের পোস্টে। তবে ওই পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেও দেখা যায়নি তাঁকে। কাজের জন্যই ফের ফিরতে হয়েছিল ভার্চুয়াল দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ থাকেন সৌরভ। ব্যক্তি জীবনে তিনি বিতর্কেও জড়িয়েছেন। তার পরও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেননি। বরং সেই বিতর্কের কিছুদিন পরে নিজের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কিছুদিন আগেই নিজের বোনের সঙ্গে সৌরভের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বোনের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে। তুমুল ট্রোলিংয়ের শিকার হন। আত্মপক্ষ সমর্থনে সরাসরি মুখ না খুললেও কিছুদিন পরে মায়ের সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছিলেন। আর তাতেই স্পষ্ট হয়েছিল তাঁর মনোভাব।

View this post on Instagram

A post shared by Saurav Das (@i_sauravdas)

অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন সৌরভ। তাঁরা লিভ ইন রিলেশনে রয়েছেন। প্রসঙ্গত, অনিন্দিতা মুম্বইতে অনেকটা সময় কাজের জন্য থাকেন। কিছুদিন আগে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গেও সৌরভের ব্যক্তি সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তা নিয়ে সরাসরি মুখ খোলেননি সৌরভ। ফলে তাঁর কেরিয়ারে স্ট্রাগল যেমন রয়েছে, তেমনই ব্যক্তি জীবনেও স্ট্রাগল কম নয়। তবে ভাল, মন্দ সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এ বার তার ব্যতিক্রম হল না। যদিও তাঁর মুম্বই সফর নিয়ে কৌতূহল রয়েছে সিনে মহলে। কারণ কোন কাজের শুটিং, তা তিনি খোলসা করেননি।

আরও পড়ুন, রিয়েল লাইফের পর রিলেও অঞ্জনার চরিত্রে থাকছে রাজনীতির ব্যাকগ্রাউন্ড?