AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইডি অফিসের বাইরে রাকুল; ৪ বছরের পুরনো ড্রাগ মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ

২০১৭ সালে আর্থিক তছরুপ ও ড্রাগ মামলার ঘটনা ঘটে। উঠে আসে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের নাম।

ইডি অফিসের বাইরে রাকুল; ৪ বছরের পুরনো ড্রাগ মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ
কার ফ্যাশন আপনার বেশি নজর কাড়ল?
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 3:23 PM
Share

শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসের বাইরে দেখা গেল অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। একটি ড্রাগ মামলায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। প্রথমে ৬ সেপ্টেম্বর তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু শুটিং থাকার কারণে রাকুল চেয়েছিলেন একটু আগে যাতে তাঁকে ইডি ডাকে। ফলে তাঁকে ডাকা হয় ৩ সেপ্টেম্বর। অনেকে মনে করছেন শুক্রবার বিকেল পর্যন্ত রাকুলের জিজ্ঞাসাবাদ চলবে।

শুধু রাকুল নন, দক্ষিণের আরও ১২জন অভিনেতাকে ডেকে পাঠিয়েছে ইডি। সেই তালিকায় আছে রানা দুগ্গুবাটি, রবি তেজা, নবদীপের মতো তারকাদের নাম। ৪ বছর পুরনো একটি ড্রাগ মামলার তদন্ত এখনও চলছে। যে মামলার সঙ্গে জড়িয়ে তারকাদের নামও। মামলায় কেবল ড্রাগ নয়, আর্থিক তছরুপের ঘটনাও যুক্ত রয়েছে।

২০১৭ সালে আর্থিক তছরুপ ও ড্রাগ মামলার ঘটনা ঘটে। উঠে আসে রাকুল প্রীত সিংয়ের নাম। শুক্রবার তাঁকে ইডি অফিসে আসতে বলা হয় সকাল ১০.৩০টায়। কিন্তু মিডিয়াকে এড়িয়ে চলার জন্য একঘণ্টা আগে সেখানে পৌঁছে যান রাকুল। গিয়ে বেশ অবাকই হন। দেখেন তার আসার অনেক আগেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে মিডিয়া।

২০১৫ ও ২০১৭ সালের মধ্যে আর্থিক লেনদেনের জন্য অভিনেত্রী চর্মি কৌরকে কিছুদিন আগেই জিজ্ঞাসাবাদ করে ইডি। বসিরবাগে ইডির অফিসে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে তাঁর। জিজ্ঞাসাবাদের পর চর্মি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “ইডি আমার কাছে যা যা নথি জমা চেয়েছিল, সবক’টি আমি দিয়েছি। আমার তরফ থেকে সব রকম সহযোগিতা করছি তাঁদের সঙ্গে। ভবিষ্যতেও সহযোগিতা করব। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না।”

আরও পড়ুন: ‘কি অ্যান্ড কা’ থেকে ‘তামাশা’… আর কোন কোন ছবির অফার ফিরিয়েছিলেন অনুষ্কা?

আরও পড়ুন: চরম বিপদে দীপিকাকে পাশে পেলেন অ্যাসিড আক্রমণের শিকার বালা