Ram kapoor: দামী গাড়ির সখ অভিনেতার, ১.৮ কোটি টাকা খরচ করে রাম কাপুর কিনলেন পোর্শে
অভিনেতা যদিও তাঁর সোশ্যাল প্ল্যাটফর্মে কোনও সংবাদ প্রকাশ করেননি তবে ‘পোর্শে ইন্ডিয়া’ তাঁর একটি ছবি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছে।
বিলাসবহুল গাড়ি কেনার শখ রয়েছে অভিনেতার। অভিনেতা রাম কাপুরের গ্যারেজে ইতিমধ্যে রয়েছে ‘পোর্শে নাইন ওয়ান ওয়ান ক্যাবরিওলেট’, ‘মার্সিডিজ-এএমজি জি-সিক্স থ্রি’, ‘বিএমডব্লু এক্স ফাইভ’ এবং একাধিক দামী বিলাসবহুল গাড়ি। হার্লে ডেভিডসনের মোটরসাইকেলের এক দুর্দান্ত সংগ্রহও রয়েছে অভিনেতার কাছে। সম্প্রতি, তিনি তাঁর সংগ্রহে আরও একটি গাড়ি যুক্ত করলেন। বিলাসবহুল স্পোর্টস কার ‘পোর্শে নাইন ওয়ান ওয়ান ক্যারেরা এস’। গাড়িটি দু’বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ভারতে চালু হয়। দাম প্রায় ১ কোটি চুরাশি লক্ষ টাকা।
View this post on Instagram
অভিনেতা যদিও তাঁর সোশ্যাল প্ল্যাটফর্মে কোনও সংবাদ প্রকাশ করেননি তবে ‘পোর্শে ইন্ডিয়া’ তাঁর একটি ছবি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছে। ছবিতে রাম যে একটি নীল রঙা ‘নাইন ওয়ান ওয়ান ক্যারেরা এস’ কিনেছেন এ খবরটি শেয়ার করে তাঁরা ক্যাপশনে লেখেন, ‘হ্যালো বলুন রাম কাপুর এবং তাঁর ব্র্যান্ড নতুন ‘নাইন ওয়ান ওয়ান ক্যারেরা এস’ ডেলিভার্ড বাই পোর্শে সেন্টার মুম্বই। পোর্শে পরিবারে খ্যাতনাম অভিনেতাকে স্বাগত জানাই এবং আমরা আগামী দিনগুলিতে তাঁকে রোমাঞ্চকর ভ্রমণের শুভেচ্ছা জানাচ্ছি।” কাজের ক্ষেত্রে রাম কাপুরকে সর্বশেষ দেখা যায় মীরা নাইয়েরের ‘এ স্যুটেবল বয়’ ওয়েব সিরিজে।
আরও পড়ুন Amitabh Bachchan: ‘গুডবাই’ জানানোর আগেই নতুন ছবির লুক ফাঁস হল অমিতাভের