প্রয়াত ‘রামায়ণ’ অভিনেতা চন্দ্রশেখর, শোকের ছায়া বলিউডে

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 16, 2021 | 7:59 PM

১৯৫০ সালের গোড়ার দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেছিলেন। ১৯৫৪ সালে ভি শান্তরামের ‘সুরঙ্গ’ ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয়।

প্রয়াত রামায়ণ অভিনেতা চন্দ্রশেখর, শোকের ছায়া বলিউডে
চন্দ্রশেখর।

Follow Us

বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নবতিপর বলিউড অভিনেতা চন্দ্রশেখর৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। ‘চা চা চা’, ‘সুরঙ্গ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এ আর্য সুমন্তের চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা।

চন্দ্রশেখর তাঁর বাসভবনে সকাল সাতটা নাগাদ মারা যান। তাঁর ছেলে ও প্রযোজক অশোক শেখর সংবাদটি পিটিআইকে জানান। শেখর বলেন, “পরিবারের উপস্থিতিতে ঘুমের মধ্যে… তিনি যেভাবে চেয়েছিলেন…তিনি চলে গেলেন। তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না, বয়সের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি ভালভাবে জীবনযাপন করেছেন,” শেখর বলেন। প্রবীণ অভিনেতার শেষকৃত্য সন্ধ্যায় জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে, তিনি আরও বলেন।

হায়দ্রাবাদে জন্মেছিলেন চন্দ্রশেখর। ১৯৫০ সালের গোড়ার দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেছিলেন। ১৯৫৪ সালে ভি শান্তরামের ‘সুরঙ্গ’ ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয়। তার আগে তিনি ‘কবি’, ‘মস্তানা’, ‘বসন্ত বাহার’, ‘কালি টোপি লাল রুমাল’, এবং ‘বরসাত কি রাত’-এর মতো প্রায় ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন চন্দ্রশেখর।

 

 

১৯৬৪ সালে, তিনি তাঁর প্রযোজনা ও পরিচালনায়  ‘চা চা চা’ ছবিটি করেন। তাঁর ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন হেলেন।

১৯৭২-১৯৭৬  সালে চন্দ্রশেখর লেখক-চলচ্চিত্র নির্মাতা গুলজারের সহকারী পরিচালক হিসেবে ‘পরিচয়’, ‘কোশিশ’, ‘অচানক’, ‘আঁধি’, ‘খুশবু’ এবং ‘মৌসম’-এর মতো ছবিতে কাজ করেছেন। প্রবীণ অভিনেতা তিন সন্তানের দ্বারা বেঁচে আছেন।

১৯৮৭ সালে, রামানন্দ সাগর পরিচালিত দূরদর্শনের পৌরাণিক শো ‘রামায়ণ’-এ রাজা দশরথের প্রধানমন্ত্রী আর্য সুমন্ত চরিত্রে অভিনয় করেছিলেন চন্দ্রশেখর।

 

আরও পড়ুন সৃজিত-মিথিলা ডুব দিলেন ভার্চুয়াল জামাইষষ্ঠীতে, নতুন ‘শ্বশুর’ পেলেন পরিচালক!

Next Article