সৃজিত-মিথিলা ডুব দিলেন ভার্চুয়াল জামাইষষ্ঠীতে, নতুন ‘শ্বশুর’ পেলেন পরিচালক!

Jamaishasthi 2021 : ফ্রায়েড রাইস থেকে চিকেন, পাটিসাপটা থেকে ফিস ফিঙ্গার-- আয়োজনে ছিল সবই। পরিচালক সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সৃজিত-মিথিলা ডুব দিলেন ভার্চুয়াল জামাইষষ্ঠীতে, নতুন 'শ্বশুর' পেলেন পরিচালক!
ভার্চুয়াল জামাইষষ্ঠী।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2021 | 7:37 PM

বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী কেটেছিল আলাদা। এ বারেও তাই। দায়ী করোনা। মিথিলা বাংলাদেশে। অন্যদিকে সৃজিত এ পারে। অবশ্য দুধের স্বাদ ঘোলে মেটালেন পরিচালকের কাছের বন্ধু শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

পরিচালকের জন্য বিশেষ দিনে আয়োজন করলেন রাজকীয় খাওয়াদাওয়ার। ভিডিয়ো কলের অপর প্রান্তে ছিলেন মিথিলাও। পরিচালকের রসিকের মন্তব্য, শুভঙ্করবাবুই আজ থেকে মিথিলার ‘টেকনিকালি বাবা’। এই ষষ্ঠীতে নতুন ‘শ্বশুর প্রাপ্তি’ পরিচালকের।

ফ্রায়েড রাইস থেকে চিকেন, পাটিসাপটা থেকে ফিস ফিঙ্গার– আয়োজনে ছিল সবই। পরিচালক সেই ছবি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের সীমানা বন্ধ। আমরা এবং আমাদের পরিচার ৩ মাস একে অন্যের থেকে বিচ্ছিন্ন। এ অবস্থায় শুভঙ্করই আমার জন্য আয়োজন করল জামাইষষ্ঠীর মধ্যাহ্নভোজনের। এইভাবেই মিথিলার টেকনিকালি বাবা হল সে…”। পরিচালক শেয়ার করেছেন তিন বন্ধুর হাসিমুখের ভিডিয়ো কলের স্ক্রিনশটও। ভার্চুয়ালি হলেও আড্ডা যে বেশ ভালই জমেছিল সে আন্দাজ করাই যায়।

একদিকে মিথিলা-সৃজিত যখন ব্যস্ত জামাইষষ্ঠী পালনে অন্যদিকে তাঁদের সম্পর্কের ‘টানাপড়েন’ নিয়েও সম্প্রতি টলিপাড়ায় চলছে ফিসফাস। এ সবের মধ্যেই মিথিলার দীর্ঘদিন বাংলাদেশ থাকা ঘি ঢেলেছিল সেই ফিসফাসে। সে সবে ‘ছাই’ দিয়ে আপাতত বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে যে ভালই কেটেছে সৃজিতের, তা বলে দিচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়াই।

আরও পড়ুন প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, শোকের ছায়া শিল্পীমহলে