Ranbir Kapoor: বাবার বয়সী অভিনেতাকে ৩০,০০০ টাকার মদ খাইয়ে কী বলেছিলেন রণবীর?

Ranbir Kapoor: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মাত্রাতিরিক্ত হলেই বেজায় বিপদ। তবে এই মদ নিয়েই অভিনেতা সৌরভ শুক্লার সঙ্গে এক মজার অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরের।

Ranbir Kapoor: বাবার বয়সী অভিনেতাকে ৩০,০০০ টাকার মদ খাইয়ে কী বলেছিলেন রণবীর?
বাবার বয়সী অভিনেতাকে ৩০,০০০ টাকার মদ খাইয়ে কী বলেছিলেন রণবীর?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 9:59 PM

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মাত্রাতিরিক্ত হলেই বেজায় বিপদ। তবে এই মদ নিয়েই অভিনেতা সৌরভ শুক্লার সঙ্গে এক মজার অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরের। কাশ্মীরের ঠাণ্ডায় শুটিং করছিলেন দুজনেই। শুটিং শেষে জমিয়ে কোকের সঙ্গে ওল্ড মঙ্ক খাচ্ছিলেন সৌরভ। বয়সে তিনি রণবীর কাপুরের বাবার থেকে ৮-৯ বছরের ছোট। তাঁকেই এসে রণবীর আচমকাই জিজ্ঞাসা করে বসেন, ‘স্যর , কী খাচ্ছেন’? সৌরভও জানান। এরপর কী হয়? সৌরভের কথায়, “আমি যা খাচ্ছি তা বলাতেই বলল, দাঁড়ান আজ আমি আপনাকে মদ খাওয়াব। ও যে রাম খাওয়াল সেই বোতলের দাম ৩০ হাজার টাকা। দুজনের মিলে বোতল শেষ করে ফেললাম”। কিন্তু তবুও আশ মিটল না দুজনেরই। সৌরভ যোগ করেন, “এরপর ও আমাকে বলল, ‘কম পড়ে গিয়েছে’। আমি বললাম ওল্ড মঙ্ক খাবে? ও হ্যাঁ বলল”। কাপুর সন্তান ও পিতৃসম অভিনেতা মিলে অগত্যা শেষ করলেন ওল্ড মঙ্ক। সৌরভ জানিয়েছেন, ওল্ড মঙ্ক তুলনায় সস্তা হওয়ায় এতদিন ওই মদই তিনি খেতেন। তবে রণবীরই প্রথম যিনি সৌরভকে অত দামী রাম খাওয়ান। ওই দামী মদ নাকি রণবীর খাওয়া শিখেছিলেন নাগার্জুনের কাছ থেকে।

কখনও তিনি ‘পিকে’ ছবিতে ভণ্ড তপস্বী আবার কখনও বা ‘লগে রহো মুন্নাভাই’ ছবির ‘বটুক মহারাজ’। তিনিই আবার ‘বরফি’ ছবির সেই মজাদার পুলিশ অফিসার সুধাংশু দত্ত। ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে রাজত্ব করছেন সৌরভ শুক্ল। শুরু মূলত থিয়েটার দিয়েই। তবে নিউএজ ছবিতেও তাঁকে বারংবার দেখা গিয়েছে। এর আগে টিভিনাইন বাংলার এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছিলেন তাঁর পছন্দের অভিনেতাদের নিয়ে। বলেছিলেন, “আই লাভ রণবীর কাপুর। ‘বরফি’ ছবিতে ওঁর সঙ্গে কাজ করেছি আমি। আয়ুষ্মান খুরানাও বেশ পছন্দ। এ ছাড়াও রাজকুমার (রাও) রয়েছে। এ রকম প্রচুর অভিনেতা রয়েছেন। এই যেমন আমি একটি ওয়েব সিরিজে কাজ করছি, সেখানে একজন ভীষণ ইয়ং অভিনেতা রয়েছেন, নামটা মনে পড়ছে না, তাঁকেও বেশ ভাল লেগেছে আমার। আমি সিনেমার ভক্ত, অভিনেতার নই। আমি যদি একটা ছবিকে ভালবাসি, যদি সেই ছবিতে কোনও নির্দিষ্ট অভিনেতা ভাল অভিনয় করেন, তাহলে আমার তাঁকে ভাল লাগবে।” এই মুহূর্তে হাতেও রয়েছে বেশ কিছু ছবি। সম্প্রতি কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এক ছবিতেও।