Rabir Kapoor Shocking Facts: মেয়ে আর চিনতে পারবে না, ভয়ে ভয়ে দিন কাটছে রণবীরের

Raha: তবে এবার কী বলে বসলেন রণবীর? রীতিমত ভয়ে ভয়ে দিন কাটছে তাঁর। তাঁর মেয়ে রাহা নাকি তাঁকে দেখলে চিনতেই পারবে না?

Rabir Kapoor Shocking Facts: মেয়ে আর চিনতে পারবে না, ভয়ে ভয়ে দিন কাটছে রণবীরের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 12:40 PM

বর্তমানে রণবীর কাপুর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারে ব্যস্ত। এই ছবিতেই প্রথমবার শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কাপুরকে। বর্তমানে বারে বারে প্রচারে এসে রণবীরকে ক্যান্ডিড লুকে পাওয়া যাচ্ছে। মুখ খুলছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়েও। কখনও আলিয়া ভাট, কখনও রাহা, কোনও প্রশ্নের উত্তরই এড়িয়ে যাচ্ছেন না রণবীর কাপুর। মনের কথা উজার করে সকলের সামনে পেশ করছে পাপা রণবীর। তবে এখন তাঁর সময় কাটছে একাই। বাড়িতে নেই আলিয়া, নেই রাহাও। আলিয়ার সঙ্গে কাশ্মীরে গিয়েছে রাহা। শুটিং-এ ব্যস্ত আলিয়া, তাই সদ্যজাতকে সঙ্গে নিয়েই গিয়েছেন তিনি। যার ফলে পরিবারকে ভীষণ মিস করছেন রণবীর কাপুর।

তবে এবার কী বলে বসলেন রণবীর? রীতিমত ভয়ে ভয়ে দিন কাটছে তাঁর। তাঁর মেয়ে রাহা নাকি তাঁকে দেখলে চিনতেই পারবে না? কারণ মুখে থাকা দাড়ি। সদ্য রণবীরকে গালে দাড়ি রাখতেই দেখা যাচ্ছে। শামশেরা ছবিতে এই লুকে ধরা দিয়েছিলেন অভিনেতা। তারপর ব্রহ্মাস্ত্র মুক্তি পেলেও গালে ছিল রণবীরের দাড়ি, আর তারপর থেকে রণবীর ক্লিন সেভ করেননি কখনই। তাই নভেম্বরে জন্মের পর থেকে রাহা তাঁর বাবাকে এই লুকেই দেখে আসছে।

এবার যদি তিনি ক্লিন সেভ করেন, রাহা কি তবে তাঁকে চিনতে পারবে? মজার ছলে এই কথা শেয়ার করেন কাপুর সন। বর্তমানে রণবীর কাপুর তাঁর আগামী ছবিতেই নজর দিয়েছেন, তু ঝুটি ম্যায় মক্কার নিয়ে ব্যস্ততা তুঙ্গে। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে এই ছবি। বর্তমানে পরিবার ও কাজ দুইয়েই সমানভাবে সময় দিচ্ছেন তিনি। তবে কাছে নেই মেয়ে রাহা, তা নিয়ে মাঝে মধ্যেই আক্ষেপ করতে শোনা যাচ্ছে অভিনেতাকে।