রত্না পাঠক শাহ। নাটকের মঞ্চ হোক বা সিনেমা বর্ষীয়ান এই অভিনেত্রী নিজস্ব ঘরানা বজায় রাখেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে ইদানিং ইন্ডাস্ট্রির প্রতি কিছুটা বিরক্ত হয়ে গিয়েছেন তিনি। সিনেমা তৈরির নামে খারাপ কিছু কনটেন্ট নিয়ে কাজ হচ্ছে বলে মনে করেন অভিনেত্রী। একইসঙ্গে আগের তুলনায় ভিন্নধর্মী প্রচেষ্টাও চোখে পড়েছে তাঁর।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সদ্য রত্না বলেন, “একটা সময় আমরা হাসির পাত্র ছিলাম। এখন আর নেই। এখন আমরা নিজেদের সিরিয়াসলি নিতে জানি, সে কারণে গোটা পৃথিবীও আমাদের সিরিয়াসলি নেয়। যদিও সেই জায়গায় এখনও পৌঁছতে পারিনি। অনেক কিছুর সঙ্গে এখনও আমাদের স্ট্রাগল করতে হচ্ছে। সিনেমা, বিভিন্ন শো, স্ট্যান্ড আপ পারফরম্যান্সও এখন মেনস্ট্রিমে ভাল হচ্ছে।”
তবে রত্না মনে করেন, এখন ৮০০ ছবি তৈরি হলে মাত্র আটটা ছবির দিকে চোখ পড়ছে গোটা দুনিয়ার। তাই আরও কোয়ালিটি কনটেন্ট তৈরি করার উপর জোর দিয়েছেন তিনি। নিজেদের দিকে তাকানোর এটাই সেরা সময় বলে মনে করেন রত্না। এখনও বিভিন্ন ধরনের চরিত্র তাঁর করা হয়ে ওঠেনি। শিল্পী হিসেবে সে সব করতে চান।
রত্না বলেন, “আমি কখনও মদ্যপ, মানসিক ভারসাম্যহীন, খুব খারাপ মানুষের চরিত্রে অভিনয় করিনি। কিন্তু করতে চাই। এগুলোও তো আমার অংশ। আমি এগুলো এক্সপ্লোর করতে চাই।”
বলিউড হোক বা নিজের রাজনৈতিক মতামত, বরাবরই অকপট রত্না। টেলিভিশন, মঞ্চ, সিনেমা সব মাধ্যমেই সমান ভাবে কাজ করেছেন। সিনেমার নাটকীয় চরিত্রে অভিনয় করার ইচ্ছে হত কেরিয়ারের শুরুতে। কিন্তু তখন তাঁর প্রতিযোগী শাবানা আজমি বা স্মিতা পাটিল। তাই তথাকথিত নায়িকা তাঁর হয়ে ওঠা হয়নি। পাশাপাশি বলিউডও নায়িকার চেহারাগত ধারণা ভাঙতে শুরু করেছে গত কয়েক বছরে। রত্নার কম বয়সে নির্দিষ্ট চেহারার অধিকারী হলে তবেই নায়িকা হওয়ার সুযোগ পাওয়া যেত। এমনকি অন্য ধারার ছবিতেও চরিত্র নয়, মুখ্য অভিনেত্রীর চেহারা অনেক ক্ষেত্রে প্রাধান্য পেত।
দীর্ঘ সময় সিনেমার কাজ না পেয়ে নাকি ‘ইধার উধার’-এর অফার গ্রহণ করেছিলেন রত্না। ১৯৮৪-৮৫ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল ওই প্রজেক্ট। কমেডি অভিনয়ের জন্য কোনও প্রস্তুতি ছিল না তাঁর। কিন্তু কাজটা করতে করতে শিখেছিলেন। সেই শেখা তাঁর আজও চলার পথের পাথেয়। রত্নার সেই অর্থে কোনও আফসোস নেই। জীবন এবং অভিনয় তাঁকে যা দিয়েছে, এত বছর পর তিনি তা নিয়েই সন্তুষ্ট।
আরও পড়ুন, Sushmita Sen: আমার কাজ দেখার পর মেয়েদের চোখে গর্ব দেখেছি আমি: সুস্মিতা সেন