Sushmita Sen: আমার কাজ দেখার পর মেয়েদের চোখে গর্ব দেখেছি আমি: সুস্মিতা সেন
Sushmita Sen: ওয়েব প্ল্যাটফর্মে ডিজনি হটস্টারে খুব শীঘ্রই মুক্তি পাবে ‘আরিয়া সিজন ২’। তার আগে সুস্মিতা অকপটে স্বীকার করেছেন, এই ওয়েব সিরিজ তাঁকে মানুষ হিসেবেও নানা প্রেক্ষিতে বদলে দিয়েছে।
ফিরছেন সুস্মিতা সেন। ফিরছেন ‘আরিয়া ২’-র হাত ধরে। ওয়েব সিরিজ আরিয়া-র মাধ্যমে ডিজিটাল ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এ বার অপেক্ষা দ্বিতীয় সিজনের। এ বার নাকি অনেক বেশি প্রস্তুতি নিয়েছেন সুস্মিতা। আগের বারের তুলনায় আরও বেশি প্রত্যাশা করতে পারেন দর্শক। দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার আগে রিভিউ করে ফেললেন সুস্মিতা দুই কন্যা রেনে এবং আলিশা।
সদ্য এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “সিজন ওয়ানে আমার মেয়েরা দেখেছিল মাকে। কিন্তু সিজন টু নিয়ে ওরা অনেক বেশি উত্তেজিত। কারণ ওরা জানে কী আসতে চলেছে। ওরা জানে মা এই কামব্যাকে কতটা খুশি। ওরাই আমার ভাল কাজের শক্তি। আমার কাজ দেখার পর ওদের চোখে গর্ব দেখেছি আমি। আমার মনে হচ্ছে কর্মরতা মা হিসেবে, মহিলা হিসেবে আমি ওদের জন্য উদাহরণ তৈরি করতে পারব।”
অভিনয় করা মানে বিভিন্ন চরিত্র হয়ে ওঠার সুযোগ। বহু অভিনেতা, অভিনেত্রী প্রকাশ্যে এ কথা স্বীকার করেছেন, বিভিন্ন চরিত্র হয়ে ওঠার মাধ্যমে বিভিন্ন জীবন বাঁচার সুযোগ পান তাঁরা। সুস্মিতাও ব্যতিক্রম নন। ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করেছিলেন ‘আরিয়া’র মাধ্যমে। আর এই ওয়েব সিরিজ তাঁকে বদলে দিয়েছে নানা ভাবে।
ওয়েব প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে খুব শীঘ্রই মুক্তি পাবে ‘আরিয়া সিজন ২’। তার আগে সুস্মিতা অকপটে স্বীকার করেছেন, এই ওয়েব সিরিজ তাঁকে মানুষ হিসেবেও নানা প্রেক্ষিতে বদলে দিয়েছে। প্রথম সিজনের দর্শকের ভাল লেগেছিল। দ্বিতীয় সিজনেও দর্শক একই রকম ভাবে তাঁর কাজ পছন্দ করবেন, এ বিষয়ে নিশ্চিত তিনি।
সুস্মিতার কথায়, “আরিয়ায় অভিনয় করতে গিয়ে শুধু পেশাদার জগতে নয়, ব্যক্তি জীবনেও আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমার তো মনে হয় গোটা বিশ্ব আমাকে পুরস্কার দেবে। কারণ এটা পাওয়ার জন্য আমি কঠিন পরিশ্রম করেছি। আমি আরিয়ার এই চরিত্রটাই সেই পুরস্কার হিসেবে ধরে নিয়েছি। একজন মহিলা, একজন মা যে পুরো পরিবারটা ধরে রাখতে পারে, সেটা এই সিরিজ আমাকে শিখিয়েছে। বিভিন্ন দিক থেকে আরিয়া আমার জীবন বদলে দিয়েছে। যে কোনও অভিনেতা এমন সিরিজের অংশ হতে চাইবেন। আমি নিশ্চিত এই সিরিজ আমাকে মানুষ হিসেবে অনেক উন্নত করে দিল।”
আরও পড়ুন, Madhubani Goswami: ‘দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল…’, কোন ঘটনা মনে পড়ছে মধুবনীর?