Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badhaai Do: কবে মুক্তি পাচ্ছে ‘বাধাই দো’, জানালেন ভূমি

ছবিতে দিল্লির এক পুলিশের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। ভূমি একজন পিটি টিচার।

Badhaai Do: কবে মুক্তি পাচ্ছে 'বাধাই দো', জানালেন ভূমি
রাজকুমার রাও ও ভূমি পেডনেকর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 2:18 PM

এই প্রথমবার একসঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকর। ছবির নাম ‘বাধাই দো’। পরিচালকের নাম হর্ষবর্ধন কুলকার্নি। মঙ্গলবারই জানা গেল ছবি মুক্তির তারিখ। আগামী বছর, অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাধাই দো’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাধাই হো’ ছবির সিক্যুয়েল এটি। সেই ছবিতে অনবদ্য অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা, গজরাজ রাও, সুরেখা সিকরি। দর্শক নতুন করে আবিষ্কার করেছিলেন নীনা ও গজরাজের মতো অভিনেতাকে।

২০২১ সালের জানুয়ারি মাস দেরাদুনে শুটিং শুরু হয় ‘বাধাই দো’-এর। ছবি মুক্তির প্রসঙ্গে ভূমি তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিখেছেন, “২০২২ সালের ফেব্রুয়ারির ৪ তারিখ হলে মুক্তি পাবে ‘বাধাই দো’। আপনাদের জন্য বড় পর্দায় ছবিটা তুলে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সিনেমা হলে দেখা হচ্ছে।”

View this post on Instagram

A post shared by Bhumi ? (@bhumipednekar)

কিছুদিন আগেও এই চিত্র ছিল না। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হল। ছবি তৈরি হলেও কোথায় মুক্তি পাবে, তা নিয়ে ছিল দুশ্চিন্তা। বহু ছবি মুক্তির অপেক্ষায় আজও। কিন্তু মুম্বইয়ে হল খোলার পর আর সময় নষ্ট করেননি নির্মাতাররা। সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন হলে তাঁদের ছবি মুক্তি তারিখ।

ছবিতে দিল্লির এক পুলিশের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। চরিত্রের নাম শার্দুল। মহিলা থানার একমাত্র পুরুষ পুলিশ অফিসার সে। অন্যদিকে ভূমি একজন পিটি টিচার। চরিত্রের নাম সুমি। ছবির গল্পটি লিখেছেন সুমন অধিকারী ও অক্ষত ঘিলদিয়াল। তাঁরাই লিখেছিলেন ‘বাধাই হো’-এর চিত্রনাট্য।

আরও পড়ুন: Rajkumar-Patralekhaa-Farah: রাজকুমার-পত্রলেখার বিয়েতে এসে আপ্লুত ফারহা, জানেন তাঁদের কোন নামে ডাকেন তিনি?