বিগত এক বছর উথাল পাথাল হয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন। প্রিয়জনের মৃত্যু…একগুচ্ছ অভিযোগ, মাদকযোগ, বন্ধুবিচ্ছেদ… উঠেছিল একের পর এক ঝড়। অবশেষে ক্ষত সারিয়ে আবারও জীবনের মূল ছন্দে ফিরছেন তিনি। বলছে তাঁর ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে রিয়া লিখেছেন, ‘হিলিং’। করছেন যোগাভ্যাস। যোগাভ্যাসই কি স্বাভাবিকতায় ফিরে আসার তাঁর নতুন উপায়? সামাজিক মাধ্যম বলছে তেমনটাই। ছবির ক্যাপশন ভরেছে ইতিবাচক-নেতিবাচক কমেন্টে। একটা বড় অংশের চোখে তিনি আজও ভিলেন। যদিও নেতিবাচক কমেন্টের মধ্যেই কেউ কেউ লিখেছেন, “তুমি এগিয়ে যাও রিয়া। আমরা তোমার পাশে আছি।”
রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রাম ঘুরে দেখলে বিগত বেশ কিছু দিন ধরে তাতে ঘুরে দাঁড়ানোর বার্তা, নতুন করে জীবন শুরুর বার্তা। দিন কয়েক আগে ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন রিয়া। সেই ছবির ক্যাপশনেও ওই একই বার্তা। রিয়া লিখেছেন, ‘রাইজ অ্যান্ড শাইন’। যার বাংলা তর্জমা করকে দাঁড়ায়, “জেগে ওঠ, উজ্জ্বল হও”। বিগত এক বছরের যাবতীয় নেতিবাচক দিককে দূরে সরিয়ে আবারও মূলস্রোতে ফেরার তাগিদ তাঁর।
আরও পড়ুন- জুলফিকার-এর বদলা ? শ্রীজাতর পরিচালনায় এ বার অভিনয়ে সৃজিত
সাম্প্রতিক খবর, বিগবসের ১৫ সিজনে নাকি দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন অঙ্কিতা লোখন্ডেরও ওই শো’ য়ে অংশ নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও অঙ্কিতা তা গুজব বলে উড়িয়ে দেন। রিয়া যদিও এ নিয়ে মুখ খোলেননি। তাই জল্পনা বাড়ছেই।