‘কাঁদছিলাম-কাঁপছিলাম…’, রিয়ার বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে, শেয়ার করলেন অভিজ্ঞতাও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 16, 2021 | 4:34 PM

Rhea Kapoor-Karan Boolani Wedding: রিয়া শেয়ার করেছেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা। শেয়ার করেছেন ১২ বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর। কাঁপছিলেন তিনি, কাঁদছিলেনও।

কাঁদছিলাম-কাঁপছিলাম..., রিয়ার বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে, শেয়ার করলেন অভিজ্ঞতাও
রিয়া-করণ।

Follow Us

হঠাৎ করেই বিয়েটা সেরে ফেলেছেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। বিয়ের ঠিক দুই দিন পর শেয়ার করলেন বিয়ের প্রথম ছবি। মাথা ভর্তি সিঁদুর, গলায় কুন্দনের সেট, আর মুখে চওড়া হাসি– নববধুর লজ্জা আর চাপা উত্তেজনা যেন ঠিকরে বেরচ্ছে ছবি দিয়ে। পাশে ভরসার হাত ধরে রয়েছেন স্বামী করণ বুলানি।

রিয়া শেয়ার করেছেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা। শেয়ার করেছেন ১২ বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর। কাঁপছিলেন তিনি, কাঁদছিলেনও। হাজার হোক বিয়ে বলে কথা! রিয়া লিখছেন, “১২ বছর… আমার নার্ভাস হওয়া বা আনন্দে গদগদ হওয়া– এই দুটির মধ্যে কোনওটাই হওয়া উচিত ছিল না। কারণ তুমি আমার প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ। বুঝতে পারিনি অভিজ্ঞতা ঠিক কেমন হতে চলেছে।” রিয়া যোগ করেন, “আমি এমন একটা মেয়ে যে ১১টার আগে বাবা-মা ঘুমিয়ে পড়ার আগেই বাড়ি ঢুকে যাই। সেই আমার ওই দিন কান্না পেয়েছিল, আমি কাঁপছিলাম। আমার পেট ব্যথা হচ্ছিল… কারণ আমি বুঝতেই পারিনি অনুভূতি এরকম হতে চলেছে। আশা রাখছি দুজনে এমন এক পরিবার গড়ব যে পরিবারে আমাদের জীবনে যত ভালবাসা রয়েছে সবাই এক হবে…।”

 

বিয়ে নিয়ে অযথা আড়ম্বর চাননি তাঁরা। জুহুর বাংলোতে বসেছিল বিয়ের আসর। আগে থেকে পাপারাজ্জির কাছেও ছিল না খবর। ইণ্ডাস্ট্রির তাবড়দের দেখা যায়নি সেখানে। তবে কাপুর পরিবারের মেয়ের বিয়ে। পরিবার জুড়েই সেলেব। তাই বিয়ের দিন হাজির থাকতে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বণি কাপুর থেকে শুরু করে সানায়া কাপুর-অর্জুন কাপুরসহ অনেককেই।

বিয়ে নিয়ে প্রচার না চাইলেও সেই কবে থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে সরব রিয়া-করণ। গত বছর রিয়ার জন্মদিনে করণ লেখেন, “তুমি আমার জীবন যেভাবে খুশিতে ভরিয়ে দিয়েছ আশা করছি একদিন তোমার জীবনেও এমন খুশি নিয়ে আসতে পারব আমি। জন্মদিন হাসি-ভালবাসায় ভরে উঠুক। গত বছরের চেয়েও এই বছরটি আরও আনন্দে কাটুক।” অন্যদিকে রিয়াও পিছিয়ে নেই। করণের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিয়ে তিনি লিখেছিলেন, “একসঙ্গে বড় হয়ে উঠেছি যে মানুষটার সঙ্গে সেই মানুষটার জন্মদিন। তুমি আমার ভালবাসা। ১২ বছরটা একসঙ্গে কাটানোর সময় হিসেবে একেবারেই যথেষ্ট নয়। মনে হয় এই তো দেখা হল… #মাইম্যান।”

প্রযোজক হিসেবে রিয়ার প্রথম কাজ ‘আয়েষা’। ওই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ। এরপর আরও বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। কেরিয়ার শুরু করেন বিভিন্ন বিজ্ঞাপন পরিচালনার কাজ দিয়ে। অস্ট্রেলিয়ার বন্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সংক্রান্ত পড়াশোনা করেছেন তিনি। তাঁর শর্টফিল্ম La fourchette নিউ ইয়র্ক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছিল সেরা ছবির তকমা। কাপুর পরিবারের সঙ্গেও তাঁর বেজায় সখ্য। অবশেষে ১২ বছরের প্রেম পরিণতি পেল বিয়েতে। নতুন জীবন শুরু করলেন রিয়া-করণ।

আরও পড়ুন- ইন্ডিয়ান আইডল জিতে কত টাকার কী কী পুরস্কার পেলেন পবনদ্বীপ? এরপর কী করবেন?