অভিনেত্রী রিচা চড্ডা এবং আলি ফজল গত মার্চ মাসে ঘোষণা করেছিলেন যে তাঁরা একসঙ্গে শুরু করতে চলেছেন এক প্রযোজনা সংস্থা। নাম ‘পুশিং বাটনস স্টুডিওজ়’। তারকা জুটির প্রথম প্রযোজিত প্রথম ছবি ‘গার্লস উইল বি গার্লস’ পরিচালনা করছেন শুচি তালাতি।
দুই অভিনেতা এবং প্রযোজক তাঁদের প্রযোজনা সংস্থার আরেক পার্টনার ক্রলিং অ্যাঞ্জেল ফিল্মসের সঞ্জয় গুলাটি গত সপ্তাহান্তে দেরাদুনে ফরাসি ব্যানার ডলস ভিটা ফিল্মের ক্লেয়ার চ্যাসাগনকে নিয়ে একটি টিজার শুট করেছিলেন। তাঁরা ছবি সম্পর্কে চুপচাপ রয়েছেন, এবং অগাস্টে টিজারের একটি স্ক্রিপ্ট ল্যাবে জমা দেওয়া হবে, যেখানে এটি অনুদানের জন্য বিবেচিত হবে। সম্প্রতি এক ছবিও পোস্ট করেছেন রিচা। তার ক্যাপশন—’শশশশশশশ সিক্রেট’! ছবিতে দেখা যাচ্ছে ফিল্মের এক ক্ল্যাপস্টিক।
নির্মাতাদের মতে, এই ফিল্মের স্ক্রিপ্টটি শুধুমাত্র প্রেস্টিডিয়াস বার্লিনালে স্ক্রিপ্ট স্টেশন ২০২১-এ আমন্ত্রিত একমাত্র ভারতীয় স্ক্রিপ্ট ছিল, এটি একটি ল্যাব যা প্রতি বছর বিশ্বজুড়ে ১০টি কনসেপ্টকে বেছে নেয়। এটি এই বছরের জেরুসালেম স্ক্রিপ্ট ল্যাব-এ নির্বাচিত একমাত্র ভারতীয় প্রোজেক্ট এবং এটি এ বছরের অগাস্টে জেরুজা়লেম চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে।
আলি ফজল এবং রিচা চড্ডা পাঁচ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। দম্পতি ২০২০ সালে এনগেজমেন্ট সারেন। গত বছর তাঁদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু কোভিড -১৯ মহামারীর কারণে তাঁদের বিয়ে পিছিয়ে যায়।
আরও পড়ুন দেখুন গ্যালারি: ৭ বলিউড অভিনেতা যাঁদের সঙ্গে রাজনীতির রয়েছে গভীর যোগাযোগ!