রীতেশ দেশমুখ একজন বহুমুখী অভিনেতা। ‘হাউসফুল’ ছবিতে মজাদার চরিত্রে থেকে ‘এক ভিলেন’-এ সাইকোপ্যাথ ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে, কোনওভাবে তাঁকে রাজনীতিবিদ মনে হয় না। তবে রীতেশ দেশমুখের রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাশরাও দেশমুখের ছেলে। এই সংযোগের কারণে, তাঁর ভাইয়েরা কংগ্রেস পার্টির সঙ্গে জোটবদ্ধ। তিনি পার্টির প্রচারক হিসাবেও কাজ করেছেন।
সোনাক্ষী সিনহা কস্টিউম ডিজাইনার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। সলমন খান অভিনীত ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। তবে অভিনয় ছাড়া রাজনীতিবিদ হয়ে ওঠা অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যার পরিচিতিও রয়েথেন তাঁর। মা পুনম সিনহাও সমাজবাদী পার্টির একজন রাজনীতিবিদ। তাঁর আরেক ভাই লাভ সিনহাও তাঁর বাবার মতো কংগ্রেসের রাজনীতিবিদ।
আয়ুষ শর্মা সলমন খানের শ্যালক। বোন অর্পিতা খানের স্বামী। তিনি ‘লাভরাত্রি’ ফিল্মের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এ ছাড়াও তিনি হিমাচল প্রদেশের এক অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর দাদা সুখ রাম শর্মা হলেন হিমাচল প্রদেশে টেলিকম বিপ্লব আনার জন্য বিখ্যাত এক কংগ্রেস নেতা। তাঁর বাবা অনিল শর্মা হিমাচল প্রদেশের বিজেপি প্রার্থী ছিলেন।
আল্লু অর্জুন দক্ষিণের অন্যতম চমকপ্রদ একজন অভিনেতা। ভারতের সমস্ত অঞ্চলে বিশাল ফ্যান বেস রয়েছে। অর্জুনের দুই কাকা, চিরঞ্জীবী ও পবন কল্যাণ অভিনেতা এবং রাজনীতিবিদ। প্রজা রাজমের যুব শাখার ব্যানারে অন্ধ্র প্রদেশের রাজ্য রাজনীতিতে বেশ সক্রিয় চিরঞ্জীবী ও পবন।
নেহা শর্মা একজন স্টানিং অভিনেত্রী। বলিউড এবং দক্ষিণী ছবিতেও তিনি তাঁর ছাপ ফেলেছেন। তিনি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। বাবা অজিত শর্মা একজন রাজনীতিবিদ এবং ভাগলপুরের বিধায়ক, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতিনিধিত্বও করছেন। তিনি বহুবার বাবার হয়ে বিভিন্ন নির্বাচনে প্রচারও করেছেন।
প্রতীক বব্বর বলিউড ফিল্মের একজন অভিনেতা। অভিনয়ে কেরিয়ার শুরু করার আগে তিনি প্রোডাকশন অ্যাসিসটেন্ট হয়েও কাজ করেছেন। ২০০৮ ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে তিনি আত্মপ্রকাশ করেন। তাঁর বাবা রাজ রাজ বব্বর উত্তর প্রদেশের কংগ্রেসের একজন প্রধান সারির নেতা।
সঞ্জয় দত্তের আলাদাভাবে কোনও পরিচয়ের দরকার নেই। তাঁর পিতা সুনীল দত্ত ও তাঁর মা নার্গিস দত্তের মতো তিনি নিজেও ফিল্ম ইন্ডাস্ট্রির এক বড় নাম। বোন প্রিয়া দত্তও তাঁর বাবা সুনীলের মতো ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী এবং নেত্রী।