Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mister Mummy: ‘গর্ভবতী’ রিতেশ দেশমুখ, প্রকাশ্যে বেবি বাম্পের ছবিও

২০০৩ সালে বলিউডে ডেবিউ করেছিলেন রিতেশ ও জেনেলিয়া। ছবির নাম ছিল 'তুঝে মেরি কসম'। ছবির সেটেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। চুটিয়ে প্রেম করেছেন টানা ৯ বছর। ২০১২ সালে বিয়ে করেছেন দুই তারকা। তাঁদের দুটি সন্তান। ৭ বছরের পুত্র রিয়ান ও ৫ বছরের পুত্র রাহিল।

Mister Mummy: 'গর্ভবতী' রিতেশ দেশমুখ, প্রকাশ্যে বেবি বাম্পের ছবিও
'মিস্টার মাম্মি' ছবিতে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজ়া।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 12:25 PM

১০ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন স্বামী-স্ত্রী। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজ়া। তাঁদের আবার একসঙ্গে দেখা যাবে একটি ছবিতে। দারুণ মজার ছবি। ছবির নাম ‘মিস্টার মাম্মি’। প্রকাশ্যে এসেছে প্রথম ঝলক। নামেই ইঙ্গিত। মাতৃত্বের স্বাদ নিচ্ছেন এক পিতা। কেবল মানসিকভাবে নয়। শারীরিক ভাবেও। পুরুষ শরীরে গর্ভের উপস্থিতি। প্রথম ঝলকে বেবি বাম্প দেখা যাচ্ছে রিতেশেরও।

বিছানার দু-পাশে শুয়ে নায়ক-নায়িকা। রিতেশ ও জেনেলিয়া। প্রথম লুক শেয়ার করে জেনেলিয়া লিখেছেন, “দারুণ মজার ছবি। এরকম ছবি আগে তৈরি হয়নি। প্রাণ খুলে হাসানোর জন্য তৈরি হয়েছে। পেটে খিল ধরতে বাধ্য।”

ছবিটি কমেডির মোড়কে তৈরি হয়েছে। ছোটবেলার দুই সুইটহার্টের কথা বলা হয়েছে সেখানে। তবে সন্তানধারণ নিয়ে দু’জনেরই ভিন্ন মত। কিন্তু ভাগ্যের আশ্চর্য পরিহাস। দু’জনের জন্য অনেক বড় চমক নির্ধারণ করেছেন বিধাতা। ছবিটির পরিচালক শাদ আলি। ভূষণ কুমার, কৃষণ কুমার, শাদ আলি ও শিবা অনন্ত প্রযোজনা করেছেন ছবিটি।

২০০৩ সালে বলিউডে ডেবিউ করেছিলেন রিতেশ ও জেনেলিয়া। ছবির নাম ছিল ‘তুঝে মেরি কসম’। ছবির সেটেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। চুটিয়ে প্রেম করেছেন টানা ৯ বছর। ২০১২ সালে বিয়ে করেছেন দুই তারকা। তাঁদের দুটি সন্তান। ৭ বছরের পুত্র রিয়ান ও ৫ বছরের পুত্র রাহিল।

২০২০ সালে ‘বাগি ৩’ ছবিতে শেষ দেখা গিয়েছে রিতেশকে। পর পর তিনটি ছবি আছে তাঁর পাইপলাইনে। ২০১২ সালে ‘তেরে নাল লাভ হো গয়া’ ছবিতে শেষবার কাজ করেছিলেন জেনেলিয়া। সেখানেও কাজ করেছিলেন রিতেশের বিপরীতেই। পরে হার্মান বাওয়েজার সঙ্গে ‘ইটস মাই লাইফ’-এ কাজ করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: World Cancer Day-Aindrila Sharma-Sabyasachi Chowdhury: “আমার যখন চুল উঠে টাক হয়েছিল, সব্যসাচী সেই টাকেই চুমু খেত…”