বি প্রাকের গাওয়া সিরিজের প্রথম গান ‘ফিলহাল’ রিলিজ হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। সেই গানে অভিনয় করে ছিলেন অক্ষয়-নূপুর শ্যানন। ডক্টার কবীর মালহোত্রা (অক্ষয় কুমার) আর মেহের গ্রিওয়ালের (নূপুর শ্যানন) হৃদয় বিদারক বিচ্ছেদের কাহিনি। সে গানের দ্বিতীয় পার্ট ‘ফিলহাল ২’ রিলিজ হয় গত মঙ্গলবার। চুটিয়ে চলছে গানের প্রোমশন।
প্রচারের অংশ হয়ে উঠেছেন সেলেব কাপল রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি সুজাও। সম্প্রতি সেই গান নিয়ে ইনস্টাগ্রামে রিল করলেন সেলেব কাপল। তবে ভিডিয়োর এন্ডিং যে এভাবে হবে তা আশা করেননি কেউই।
ভিডিয়োতে, রীতেশ দেশমুখকে তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে একটি রোমান্টিক মুহূর্ত শেয়ার করতে দেখা গেছে। তিনি স্ত্রীকে চুমু খেতে চলেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে জেনেলিয়া আর নেই, তাঁর বদলে চলে এসেছে এক গোল্ডেন রিট্রিভার। পোষ্যটি রীতেশের মুখ চাটতে থাকে আহ্লাদে। হতবাক রীতেশ আঙুল দিয়ে দুই দেখান আর বলেন, “ফিলহাল-২”।
এমনভাবে অক্ষয় অভিনীত বিপ্রাকের মিউডজিক ভিডিয়ো গান ‘ফিলহাল-২’ প্রচার করেন রীতেশ-জেনেলিয়া।
বিবেক-বিদ্যাদের পর এবার ওয়েবে পা রাখতে চলেছেন রীতেশ দেশমুখ। মুম্বইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরিচালক শশাঙ্ক ঘোষের পরবর্তী প্রজেক্টে দেখা যাবে তাঁকে।
সূত্র বলছে ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই বছরেরই ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল ছবিটির। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে যায়। পরিচালকের ঘনিষ্ট সূত্রের খবর সব ঠিক থাকলে এই বছরের জুলাইতে শুরু হতে পারে শুটিং। ছবিটি আসলে সোশ্যাল কমেডি। ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে দেখা যাবে রীতেশকে। যদি শুটিং শুরু করা যায় জুলাইতে তাহলে ২০২২-এর প্রথমেই ওটিটিতে আনার কথা ভাবছেন প্রযোজক।
আরও পড়ুন Emraan Hashmi: উইকেন্ডেও বিশ্রাম নিচ্ছেন না ইমরান! ফিজি়ক দেখলে চমকে যাবেন অভিনেতার!