AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anjali Anand: যৌন সম্পর্কের বিনিময় কাজ পাওয়া, চরম কটাক্ষে যখন অঞ্জলি আনন্দ

Viral News: সেখানে রণবীর সিং-এর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। যেখানে মোটা বলে রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ঠবিতে থাকা গলু চরিত্রটিকে।

Anjali Anand: যৌন সম্পর্কের বিনিময় কাজ পাওয়া, চরম কটাক্ষে যখন অঞ্জলি আনন্দ
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 11:22 AM
Share

অঞ্জলি আনন্দ, বিনোদন জগতের বেশ পরিচিত মুখ। নানা সিরিজ থেকে শুরু করে সিনেমাতে ছোট বড় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সম্প্রতিতে তিনি ঝড় তুলেছেন করণ জোহর পরিচালিত ছবি রকি অউর রানি কি প্রেম কহানি-তে। সেখানে রণবীর সিং-এর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। যেখানে মোটা বলে রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ঠবিতে থাকা গলু চরিত্রটিকে। তবে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবিতে কোথাও গিয়ে যেন দর্শকদের জন্য এক গুচ্ছ বার্তা ছিল, ট্রোলের প্রতিবাদ ছিল, সাবেকি গোঁড়ামির বিরুদ্ধে বার্তা ছিল, মেয়েদের সম্মান নিয়ে বার্তা ছিল, মোটা রোগা, গায়ের রং নিয়ে ব্যঙ্গর বিপক্ষে সওয়াল ছিল।

যা দর্শকদের আরও একবার ভাবিয়ে তুলবে। বর্তমান যুগে দাঁড়িয়ে এই বার্তাগুলো বিন্দুমাত্র নতুন নয়। তবে ছবি যেভাবে বুঁনেছেন করণ তাতে একটা সময়ের পর দর্শক বেশ একাত্ম হয়ে যাবে গল্পের সঙ্গে। এমনই এক গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অঞ্জলি। তবে পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁকে কম কটাক্ষের শিকার হতে হয়নি। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, তিনি নাকি কেরিয়ারের শুরুতে বেজায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাঁকে শুনতে হয়েছিল তিনি নাকি যৌন সম্পর্কের বিনিময়ে ছবিতে কাজ পেয়ে থাকেন। যদিও কটাক্ষকে তোয়াক্কা না করে নিজেকে প্রমাণ করার চেষ্টায় মরিয়া ছিলেন অঞ্জলি। বর্তমানে এই ছবি বক্স অফিসে ভাল ফল করছে। তবে একসপ্তাহ পরই মুক্তি পেতে চলেছে দুটি বড় ছবি। একদিকে গদর ২ ছবির অগ্রীম বুকিং ঝড় তুলছে, অন্যদিকে আসছে OMG 2।