প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জুন মাসের শেষে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। দিলীপ কুমারের প্রয়াণ মানে একটা যুগের অবসান। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
যখন আমি স্কুলে পড়তাম, সে সময়ে দিলীপ কুমারের ছবি প্রথম দেখি। তখন উনি নায়ক হয়ে গিয়েছেন। সে সময়ের কয়েকটা ছবি আমি দেখছি।এত ভাল লাগত ওঁকে কিন্তু তখন ঠিকমতো ওঁর নামও জানতাম না। সিনেমা দেখার অনুমতিও মিলত না। আমার ভীষণ পছন্দের শিল্পী ছিলেন উনি। একবার ওঁর সঙ্গে বম্বেতে দেখাও হয়েছিল। এত সুন্দর বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি। বাংলা কবিতা কী সুন্দর যে বলতেন তা আমি নিজের কানে শুনেছি। মানুষের বয়স বাড়ে এবং মৃত্যুও আসে। আমাদেরও হবে একদিন। কিন্তু দিলীপ কুমারের চলে যাওয়াটা সত্যিই ভীষণ কষ্টকর। বেদনাদায়ক।