বয়স পেরোয়নি ৭০; তার আগেই চলে গেলেন ‘ফিজা’ ছবির প্রযোজক প্রদীপ গুহ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 22, 2021 | 7:36 AM

Pradeep Guha Demise: প্রদীপ গুহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুভাষ ঘাই থেকে মনোজ বাজপেয়ী সকলেই। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

বয়স পেরোয়নি ৭০; তার আগেই চলে গেলেন ফিজা ছবির প্রযোজক প্রদীপ গুহ

Follow Us

শনিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃত্বিক রোশনের ‘ফিজা’ ছবির প্রযোজক প্রদীপ গুহ। তাঁর স্ত্রী পাপিয়া গুহ ও পুত্র সঙ্কেত গুহ প্রিয়জন হারানোর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, “আমাদের প্রিয় প্রদীপ গুহর মৃত্যুর এই মর্মান্তিক খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই করোনাকালে আমরা আশা করব পরিবারকে একান্ত সময় কাটাতে দেবেন আপনারা। কিছুদিনের মধ্যেই একটি স্মরণসভার আয়োজন করব আমরা। আপনাদের কাছে অনুরোধ, এই করোনাকালে আমাদের বাড়িতে আপনাদের না আসাই মঙ্গলময় হবে। আপনাদের প্রার্থনায় ওঁকে মনে করবেন।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রদীপের ক্যান্সার হয়েছিল। দীর্ঘদিন ক্যান্সারের মতো মারণ অসুখে ভুগছিলেন প্রদীপ। বয়স হয়েছিল ৭০রের কাছাকাছি। প্রযোজকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী। টুইট করে লিখেছেন, “আমার পরম বন্ধু প্রদীপের মৃত্যু মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে। তুমি শান্তিতে থাক প্রদীপ…”

 

২০০০ সালে মুক্তি পায় ‘ফিজা’। ছবিতে ভাইবোনের চরিত্রে অভিনয় করেন হৃত্বিক রোশন ও করিশ্মা কাপুর। প্রযোজক প্রদীপ। ২০০৮ সালে প্রযোজনা করেন আরও একটি ছবি – ‘ফির কভি’। সেন্ট জেভিয়ার্সে লেখাপড়া করেছিলেন প্রদীপ। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন। কোম্পানির প্রেসিডেন্ট পদে ছিলেন। পরবর্তীকালে অন্য একটি সংবাদ সংস্থার সিইও পদে নিযুক্ত হয়ে তিন বছর কাজ করেছিলেন। সম্প্রতি আরও একটি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

সঙ্গীত শিল্পী আদনান স্বামী টুইটে লিখেছেন, “মিডিয়া লেজেন্ড প্রদীপ গুহ চলে গেলেন। দারুণ মানুষ ছিলেন। মার্কেটিং ফিল্ড এক জিনিয়াসকে হারাল। আমার সঙ্গে ওঁর বহু স্মৃতি… যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”

সুভাষ ঘাই দুঃখপ্রকাশ করে লিখেছেন, “গুড বাই বন্ধু। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আরআইপি।”

আরও পড়ুনRakhshabandhan: পর্দায় জনপ্রিয় ‘ভাই-বোন’, কিন্তু অভিনয় করেছেন ‘লাভ-বার্ডস’ হয়েও

Next Article