Rakhshabandhan: পর্দায় জনপ্রিয় ‘ভাই-বোন’, কিন্তু অভিনয় করেছেন ‘লাভ-বার্ডস’ হয়েও

ভারতীয় সিনেমা অধিকাংশই সম্পর্কভিত্তিক। সবধরনের সম্পর্ক নিয়েই ছবি তৈরি করেছেন এদেশের সিনেমা নির্মাতারা। ভাইবোনের সম্পর্ক নিয়েও ছবি তৈরি হয়েছে। আমাদের প্রিয় তারকারা ভাইবোনের চরিত্রে অভিনয় করেছেন। কে নেই সেই তালিকায়। দেব আনন্দ-জিনত আমান থেকে শুরু করে শাহরুখ খান-ঐশ্বর্য রাই বচ্চন। আজ 'রক্ষাবন্ধন'। চলুন দেখে নিই আর কোন কোন বলি তারকা অভিনয় করেছেন ভাইবোনের চরিত্রে। শুধু তাই নয়, মজার ব্যাপার এটাও, এই 'সিবলিং' জুটিদের অন্য ছবিতে দেখা গিয়েছে প্রেমিক-প্রেমিকার চরিত্রেও।

| Edited By: | Updated on: Aug 22, 2021 | 9:02 AM
রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া - 'গুন্ডে', 'বাজিরাও মাস্তানি' ছবিতে অনস্ক্রিন রোম্যান্স করেছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদেরকেই ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছে 'দিল ধড়ক নে দো' ছবিতে।

রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া - 'গুন্ডে', 'বাজিরাও মাস্তানি' ছবিতে অনস্ক্রিন রোম্যান্স করেছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদেরকেই ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছে 'দিল ধড়ক নে দো' ছবিতে।

1 / 10
জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন -  অনস্ক্রিন কাপল হিসেবে জন ও দীপিকা দর্শককে খুব হাসিয়েছিলেন রমকম ছবি 'দেসি বয়েজ'-এ। 'রেস টু' ছবিতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। কিন্তু দেখা যায় ভাই-বোনের চরিত্রে।

জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন - অনস্ক্রিন কাপল হিসেবে জন ও দীপিকা দর্শককে খুব হাসিয়েছিলেন রমকম ছবি 'দেসি বয়েজ'-এ। 'রেস টু' ছবিতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। কিন্তু দেখা যায় ভাই-বোনের চরিত্রে।

2 / 10
শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন -  বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দুটি সম্পর্কেই অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। 'জোশ' ছবিতে ঐশ্বর্যর দাদার চরিত্রে দেখা যায় শাহরুখকে। তারপর 'মহব্বতে', 'দেবদাস' এমনকী 'অ্যায় দি হ্যায় মুশকিল' ছবিতেও তাঁদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই দেখা যায়। বিষয়টি নিয়ে একবার এক অ্যাওয়ার্ড শোতে রসিকাও করেছিলেন শাহরুখ।

শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন - বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দুটি সম্পর্কেই অভিনয় করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। 'জোশ' ছবিতে ঐশ্বর্যর দাদার চরিত্রে দেখা যায় শাহরুখকে। তারপর 'মহব্বতে', 'দেবদাস' এমনকী 'অ্যায় দি হ্যায় মুশকিল' ছবিতেও তাঁদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই দেখা যায়। বিষয়টি নিয়ে একবার এক অ্যাওয়ার্ড শোতে রসিকাও করেছিলেন শাহরুখ।

3 / 10
অভিষেক বচ্চন ও আসিন - রোহিত শেট্টির ছবি 'বোল বচ্চন'-এ অভিষেক ও আসিনকে দেখা যায় ভাই-বোনের চরিত্রে। তাঁদেরই প্রেমিক-প্রেমিকা জুটি হিসেবে দেখা গিয়েছিল 'অল ইজ ওয়েল'-এ।

অভিষেক বচ্চন ও আসিন - রোহিত শেট্টির ছবি 'বোল বচ্চন'-এ অভিষেক ও আসিনকে দেখা যায় ভাই-বোনের চরিত্রে। তাঁদেরই প্রেমিক-প্রেমিকা জুটি হিসেবে দেখা গিয়েছিল 'অল ইজ ওয়েল'-এ।

4 / 10
অমিতাভ বচ্চন ও হেমা মালিনী -  'নসিব', 'দেশপ্রেমী', 'সত্তে পে সাত্তা', 'নাস্তিক', এমনকী 'বাগবান', 'বাবুল', 'বীর জারা'তেও কাপল হিসেবেই অভিনয় করেছেন বিগ বি ও হেমা। তবে কিন্তু ১৯৭৩ সালে 'গেহরি চাল' ছবিতে হেমাকে দেখা গিয়েছিল অমিতাভের বোনের চরিত্রে।

অমিতাভ বচ্চন ও হেমা মালিনী - 'নসিব', 'দেশপ্রেমী', 'সত্তে পে সাত্তা', 'নাস্তিক', এমনকী 'বাগবান', 'বাবুল', 'বীর জারা'তেও কাপল হিসেবেই অভিনয় করেছেন বিগ বি ও হেমা। তবে কিন্তু ১৯৭৩ সালে 'গেহরি চাল' ছবিতে হেমাকে দেখা গিয়েছিল অমিতাভের বোনের চরিত্রে।

5 / 10
দেব আনন্দ ও জিনত আমান - 'ইস্ক ইস্ক ইস্ক', প্রেম শাস্ত্র, 'ওয়ারেন্ট', 'ডার্লিং ডার্লিং' ও 'কালাবাজ' ছবিতে অনস্ক্রিন রোম্যান্স করেছিলেন দেব আনন্দ ও জিনত আমান। কিন্তু এত ছবিতে নায়ক-নায়িকা হওয়া সত্ত্বেও 'হরে রামা হরে কৃষ্ণা' ছবিতে তাঁদের দেখা যায় ভাইবোনের চরিত্রে।

দেব আনন্দ ও জিনত আমান - 'ইস্ক ইস্ক ইস্ক', প্রেম শাস্ত্র, 'ওয়ারেন্ট', 'ডার্লিং ডার্লিং' ও 'কালাবাজ' ছবিতে অনস্ক্রিন রোম্যান্স করেছিলেন দেব আনন্দ ও জিনত আমান। কিন্তু এত ছবিতে নায়ক-নায়িকা হওয়া সত্ত্বেও 'হরে রামা হরে কৃষ্ণা' ছবিতে তাঁদের দেখা যায় ভাইবোনের চরিত্রে।

6 / 10
অর্জুন রামপাল ও দীপিকা পাড়ুকোন - ২০১০ সালে সাজিদ খানের 'হাউজফুল' ছবিতে তাঁদের দেখা গিয়েছিল ভাই-বোনের চরিত্রে। দু'জনের উচ্চতাই অনেকটা। তাই তাঁদের ভাই-বোনের চরিত্রে কাস্ট করা হয় ছবিতে। কিন্তু তার অনেক আগেই, ২০০৭ সালে, অর্জুন ও দীপিকা অনস্ক্রিন কাপল হিসেবে রোম্যান্স করেন 'ওম শান্তি ওম' ছবিতে। ছবিটি ছিল দীপিকার কেরিয়ারের প্রথম ছবি। শাহরুখ খানও ছিলেন সেই ছবিতে। ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল অর্জুনকে।

অর্জুন রামপাল ও দীপিকা পাড়ুকোন - ২০১০ সালে সাজিদ খানের 'হাউজফুল' ছবিতে তাঁদের দেখা গিয়েছিল ভাই-বোনের চরিত্রে। দু'জনের উচ্চতাই অনেকটা। তাই তাঁদের ভাই-বোনের চরিত্রে কাস্ট করা হয় ছবিতে। কিন্তু তার অনেক আগেই, ২০০৭ সালে, অর্জুন ও দীপিকা অনস্ক্রিন কাপল হিসেবে রোম্যান্স করেন 'ওম শান্তি ওম' ছবিতে। ছবিটি ছিল দীপিকার কেরিয়ারের প্রথম ছবি। শাহরুখ খানও ছিলেন সেই ছবিতে। ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল অর্জুনকে।

7 / 10
সলমন খান ও নীলম -  'এক লড়কা এক লড়কি' ছবিতে নীলমের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করেছিলেন ভাইজান। কিন্তু 'হাম সাথ সাথ হ্য়ায়' ছবিতে নীলমের ভাইজানের চরিত্রে দেখা যায় সলমনকে।

সলমন খান ও নীলম - 'এক লড়কা এক লড়কি' ছবিতে নীলমের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করেছিলেন ভাইজান। কিন্তু 'হাম সাথ সাথ হ্য়ায়' ছবিতে নীলমের ভাইজানের চরিত্রে দেখা যায় সলমনকে।

8 / 10
তুষার কাপুর ও করিনা কাপুর খান -  প্রেমিক-প্রেমিকা হিসেবে তুষার ও করিনা স্ক্রিন শেয়ার করেছেন 'মুঝে কুছ কেহনা হ্যায়' ছবিতে। কিন্তু 'গোলমাল রিটার্নস' ছবিতে ভাই-বোনের চরিত্রেও জনপ্রিয় হয়েছিলেন এই দুই তারকা।

তুষার কাপুর ও করিনা কাপুর খান - প্রেমিক-প্রেমিকা হিসেবে তুষার ও করিনা স্ক্রিন শেয়ার করেছেন 'মুঝে কুছ কেহনা হ্যায়' ছবিতে। কিন্তু 'গোলমাল রিটার্নস' ছবিতে ভাই-বোনের চরিত্রেও জনপ্রিয় হয়েছিলেন এই দুই তারকা।

9 / 10
সঞ্জয় সুরি ও জুহি চাওলা - ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত 'ঝংকার বিটস' ছবিতে অনস্ক্রিন কাপল হিসেবে দেখা গিয়েছিল জুহি ও সঞ্জয়কে। দু'বছর পর ভাইবোন হিসেবে পর্দায় আসেন তাঁরা। ছবির নাম 'মাই ব্রাদার নিখিল'। এইচআইভি পজিটিভ ভাইয়ের বোনের চরিত্রে জুহির অভিনয় ও ভাইবোন হিসেবে তাঁদের বন্ড দর্শক আজও ভোলেননি।

সঞ্জয় সুরি ও জুহি চাওলা - ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত 'ঝংকার বিটস' ছবিতে অনস্ক্রিন কাপল হিসেবে দেখা গিয়েছিল জুহি ও সঞ্জয়কে। দু'বছর পর ভাইবোন হিসেবে পর্দায় আসেন তাঁরা। ছবির নাম 'মাই ব্রাদার নিখিল'। এইচআইভি পজিটিভ ভাইয়ের বোনের চরিত্রে জুহির অভিনয় ও ভাইবোন হিসেবে তাঁদের বন্ড দর্শক আজও ভোলেননি।

10 / 10
Follow Us: