‘বিগ বস’-এর প্রতিযোগীদের টার্গেট করেছিলেন রাজ, গুরুতর অভিযোগ মডেলের

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 27, 2021 | 3:59 PM

Raj Kundra arrest: সাগরিকার অভিযোগ, ‘বিগ বস’-এর প্রতিযোগী আরশি খানকে রাজ কুন্দ্রার কোম্পানির তরফে অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু পরে আরশিকে বাতিল করে দেওয়া হয়।

‘বিগ বস’-এর প্রতিযোগীদের টার্গেট করেছিলেন রাজ, গুরুতর অভিযোগ মডেলের
রাজ কুন্দ্রা।

Follow Us

পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার আরও ১৪দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। এর মধ্যেই রাজের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন মডেল সাগরিকা সুমন। রাজ কুন্দ্রার কোম্পানি ‘বিগ বস’-এর প্রতিযোগীদের টার্গেট করেছিল বলে অভিযোগ করেছেন সাগরিকা।

সাগরিকার অভিযোগ, ‘বিগ বস’-এর প্রতিযোগী আরশি খানকে রাজ কুন্দ্রার কোম্পানির তরফে অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু পরে আরশিকে বাতিল করে দেওয়া হয়। কারণ আরশি পাঁচ লক্ষ টাকা চেয়েছিলেন। শুধু আরশি নন, ‘বিগ বস’-এ অংশ নেওয়া অন্যান্য প্রতিযোগীদেরও রাজের কোম্পানি থেকে ওই অ্যাপে ভিডিয়ো শুট করার জন্য নাকি অফার করা হয়েছিল বলে দাবি করেছেন সুমনা।

রাজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বলেছেন, একটি অ্যাকাউন্টে ১ কোটির টাকার বেশি অর্থ রয়েছে। গত সপ্তাহে রাজের অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। রাজের বিতর্কিত অ্যাপ ‘হটস্পট’ সম্পর্কিত বেশকিছু মেসেজ পেয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, গুগল ও অ্যাপেল প্লে স্টোর থেকে আগেই অ্যাপটি সরিয়ে ফেলেছিলেন রাজ। চালু করেছিলেন তাঁর ‘প্ল্যান বি’। লঞ্চ করেছিলেন আরও একটি অ্যাপ – ‘বলি ফেম’। অন্যদিকে গত সপ্তাহে রাজের আইনজীবী আপত্তি জানিয়ে বলেছিলেন, অ্যাপে আপলোড হওয়া বিষয়বস্তু কোনও মতেই পর্নোগ্রাফি নয়। ইতিমধ্যেই মুম্বইয়ের অপরাধ দমন শাখা একজন অর্থনৈতিক নিরীক্ষককে নিয়োগ করেছেন, যিনি রাজ ও শিল্পার আর্থিক লেনদেনের হিসেব দেবেন। পর্নোগ্রাফি ব়্যাকেটের সঙ্গে তাঁদের যোগসূত্রর হদিশও দেবেন তিনি। সূত্র জানাচ্ছে, রাজ ও শিল্পার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। পুলিশের অনুমান, পর্নোগ্রাফি অ্যাপ ‘হটস্পট’ ও ‘বলি ফেম’ থেকে উপার্জিত অর্থ সরাসরি ঢুকত সেই অ্যাকাউন্টে। সেই টাকা বিট কয়েনেও লগ্নি হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গত শনিবার রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির একটি গুপ্ত লকারের সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ওই ব্যবসা সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর ওই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা। রাজ কাণ্ডে প্রথম থেকেই উঠে এসেছে মডেল তথা অভিনেত্রী গহেনা বশিষ্টের নাম। তিনি রাজকে এই ব্যবসায় সাহায্য করতেন বলে অভিযোগ।

আরও পড়ুন, নীলমের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সে কেন সমস্যা হয়েছিল, ৩৫ বছর পরে প্রকাশ করলেন গোবিন্দা

Next Article