Kareena Kapoor: সহযোগিতা করছেন না করোনা আক্রান্ত করিনা ও পরিবার, ক্ষোভ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের
প্রসঙ্গত, সোমবারই করিনা ও তাঁর বন্ধু অমৃতা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময়ে বিএমসির তরফে অভিযোগ করা হয়, করোনা সংক্রান্ত নানা বিধি লঙ্ঘন করে যথেচ্ছ পার্টি করে বেরিয়েছেন অভিনেত্রী।
করিনা কাপুর খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। করোনায় আক্রান্ত হয়েও করিনা ও তাঁর পরিবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছেন না, প্রশ্নের জবাব দিচ্ছেন না, এমনটাই অভিযোগ তাদের।
প্রসঙ্গত, সোমবারই করিনা ও তাঁর বন্ধু অমৃতা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময়ে বিএমসির তরফে অভিযোগ করা হয়, করোনা সংক্রান্ত নানা বিধি লঙ্ঘন করে যথেচ্ছ পার্টি করে বেরিয়েছেন অভিনেত্রী। যদিও করিনার টিমের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। মঙ্গলবার নিজেদের সেই অভিযোগের সঙ্গে আরও গুরুতর অভিযোগ যুক্ত করে বিএমসি’র তরফে জানানো হয় করোনা আক্রান্ত হওয়ার পরেও পুরসভার সঙ্গে সহযোগিতা করছেন না তিনি। সইফ আলি খান যে বিগত বেশ কিছু দিন ধরে বাড়িতে নেই সেই তথ্যও বিএমসি’কে জানানো হয়নি বলে অভিযোগ তাঁদের। তিনি কবে ফিরবেন সে বিষয়েও খান পরিবারের তরফে সদুত্তর দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএমসি কর্তৃপক্ষ।
দেশে ওমিক্রোন আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। সূত্রের খবর, দুই নায়িকার কোভিড রিপোর্ট পজেটিভ আসার পর বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশনের তরফে দুই নায়িকার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের দ্রুত আরটিপিসিআর টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক কালে ওই দুই নায়িকার বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- Vicky-Katrina Honeymoon: মাথা ভর্তি সিঁদুর, হাতে হাত, হনিমুন থেকে ফিরলেন ভিক্যাট
আরও পড়ুন- Biswajit Chatterjee: ৮৫তে বিশ্বজিৎ, জন্মদিনে ‘বাপি’কে নিয়ে আবেগঘন বার্তা প্রসেনজিতের