Saira Banu: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সায়রা বানু
বাড়িতে ফিরে সম্পূর্ণ বিশ্রামে আছেন সায়রা।
কিছুদিন আগে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুকে। ভাল খবর, তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তিনি এখন বাড়িতেই আছে। বিশ্রাম নিচ্ছেন। খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানুর সন্তানতুল্য ম্যানেজার ফয়জল ফারুকি।
তিনি জানিয়েছেন, “সায়রাজি এখন অনেকটাই ভাল আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।”
গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সায়রার এক আত্মীয় সাংবাদিকদের জানিয়েছিলেন, ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে অভিনেত্রীকে। তাঁর সুস্থতা কামনা করেছিলেন অনুরাগীরা। অনুরাগীদের শুভ কামনার ফলেই আজ সায়রা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলে মনে করছেন অনেকে।
সদ্য প্রয়াত স্বামী তথা দীর্ঘদিনের বন্ধু, অভিভাবক দিলীপ কুমারের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সায়রা। ১৯৬৬ সালে মাত্র ২২ বছর বয়সে দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন। তাঁদের প্রেম এবং দাম্পত্যের কাহিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে লেখা থাকবে।
‘ঈশ্বর আমার বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিলেন’। দিলীপ কুমার প্রয়াত হওয়ার পর প্রথম এই কথাটাই বলেছিলেন সায়রা বানু। ভারতীয় সিনেমার প্রথম স্টার দিলীপ কুমারের ব্যক্তি জীবন রঙিন ছিল। শোনা যায়, মধুবালার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দিলীপ কুমারের। কিন্তু বিয়ে করেছিলেন নিজের অর্ধেক বয়সী সায়রা বানুকে। সায়রারও প্রেমে পড়েছিলেন তিনি। ১৯৬৬তে তাঁদের দাম্পত্যের শুরু। ৫৪ বছরের চিরনবীন সেই দাম্পত্য সম্পর্কের ইতি হয় কয়েক মাস আগে।
সায়রা ছোট থেকেই নাকি দিলীপ কুমারের ভক্ত ছিলেন। মাত্র ১২ বছর বয়স থেকেই নাকি তাঁকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হয় ২২ বছর বয়সে। দিলীপের বয়স তখন ৪৪। তবে সায়রার সঙ্গে ১৬ বছরের দাম্পত্যের পর নিজে থেকেই সরে যান দিলীপ। পাক সমাজকর্মী আসমা রেহমানকে বিয়ে করেছিলেন দিলীপ। মাত্র দু’বছর স্থায়ী হয়েছিল সেই দাম্পত্য। ফের সায়রার কাছে ফিরেছিলেন অভিনেতা। আসমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া তাঁর ভুল হয়েছিল, এ কথা পরে মেনে নেন দিলীপ কুমার। সায়রাও আর ওই ঘটনা মনে রাখতে চাননি। তাঁদের দাম্পত্য অনেকের কাছেই উদাহরণ।
আরও পড়ুন: Happy Teachers Day: স্কুুলে না গিয়ে অনলাইনেই খুদে শিল্পীদের শিক্ষক দিবস
আরও পড়ুন: ছেলেকে ছেড়ে এটা কাকে কোলে বসিয়েছেন কোয়েল; ব্যাপারখানা কী?