AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: সলমনের প্রযোজনায় অভিনয়ের সুযোগ! টুইটারে ‘ভাইজান’ জানালেন সবটা

Salman Khan: বেশ কিছু দিন ধরেই রটেছে সলমন খানের প্রযোজনা সংস্থা থেকে নাকি অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগেই বহু অসাধু সাধারণের থেকে তুলে নিচ্ছে টাকা।

Salman Khan: সলমনের প্রযোজনায় অভিনয়ের সুযোগ! টুইটারে 'ভাইজান' জানালেন সবটা
টুইটারে বিবৃতি দিয়ে ভাইজান জানালেন সবটা
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 4:18 PM
Share

বেশ কিছু দিন ধরেই রটেছে সলমন খানের প্রযোজনা সংস্থা থেকে নাকি অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগেই বহু অসাধু সাধারণের থেকে তুলে নিচ্ছে টাকা। ঘটনাটি এতটা বড় জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার তা নিয়ে বিবৃতি দিতে বাধ্য হলেন সলমন খান নিজেই। ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টে তিনি লেখেন, “একটা কথা পরিষ্কার করে জানানো হচ্ছেম না সলমন খান, না সলমন খান ফিল্মস– এই মুহূর্তে কোনও ছবিতে কাস্ট করছে কাউকে। আমরা এখন বা আগামী ছবির জন্য কোনও কাস্টিং এজেন্টকে নিযুক্ত করিনি। যদি আপনাদের কাছে এই সংক্রান্ত কোনও ইমেল অথবা মেসেজ যায়, তবে তার উপর ভরসা করবেন না। সলমন খান অথবা তাঁর প্রযোজনা সংস্থার কেউ যদি তাঁর নাম ব্যবহার করে কোনও অসাধু কাজ করেন, তবে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সলমন খান জানিয়েছেন, আদপে তাঁর প্রযোজনা সংস্থা থেকে কোনও সুযোগ দেওয়া হচ্ছে না এই মুহূর্তে।