Salman-Shahrukh: শাহরুখের জন্যই সলমনের ‘ভাই কা বার্থ ডে’ গান; তেমনটাই মনে করছেন দু’জনের ভক্তরা

কঠিন সময়ে খান পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সলমন। আরিয়ানের জামিনের ব্যাপারে তিনি নাকি বড় ভূমিকা পালন করেছেন।

Salman-Shahrukh: শাহরুখের জন্যই সলমনের ভাই কা বার্থ ডে গান; তেমনটাই মনে করছেন দুজনের ভক্তরা
সলমন খান ও শাহরুখ খান

| Edited By: Sneha Sengupta

Nov 02, 2021 | 12:55 PM

প্রকাশ্যে সলমন খানের ছবি ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’-এর নতুন গান ‘ভাইকা বার্থ ডে’। একটি জন্মদিনের সিকোয়েন্সকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে। গান বেরনোর পর অনেকে মনে করছেন শাহরুখ খানের জন্মদিন বলেই এই গানটি এখনই মুক্তি পেল।

আজ ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৬ বছরে পা দিলেন অভিনেতা। কিছুদিন আগেই মাদক-কাণ্ডে ফেঁসেছিলেন তাঁর বড় ছেলে আরিয়ান। অনেক চেষ্টার পর বার বার নাকচ হওয়া সত্ত্বেও জামিনে মুক্ত হয়েছেন তিনি। এই কঠিন সময়ে খান পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন সলমন। আরিয়ানের জামিনের ব্যাপারে তিনি নাকি বড় ভূমিকা পালন করেছেন। তাই অনেকটা আরিয়ানের কারণে কাছাকাছি এসেছেন বলিউডের দুই খান।

ছবির প্রকাশ্যে আসা গানটি ‘ভাই কা বার্ড ডে’ হলেও এক মন্ত্রীর জন্মদিন দেখান হয়েছে। দেখা যাচ্ছে, গানের শুরুতেই ছবির অভিনেতা (সলমনের বোন অর্পিতার স্বামী) আয়ুষ শর্মা সেই মন্ত্রীকে নিয়ে আসছেন। কেক কাটার জন্য তার হাতে তুলে দিচ্ছেন তলোয়াড়। পুলিশ পোশাকে সলমন দাঁড়িয়ে আছেন একটি জায়গায়। চারদিকে উত্তাল নাচ হতে দেখা যায়।

গান মুক্তির পরই, সলমন-শাহরুখের কিছু ভক্ত কমেন্ট সেকশনে এসে লিখেছেন, গানটি শাহরুখকে তাঁর জন্মদিনে উপহার দিয়েছেন সলমন। একজন লিখেছেন, “ভাইয়ের তরফে শাহরুখের জন্য উপহার। শুভ জন্মদিন কিং খান।”

‘ভাই কা বার্থ ডে’ গানটির কম্পোজ়ার ঋতেশ মোদক। গানটি গেয়েছেন সাজিদ খান। নিতিন রাইকর লিখেছেন গানের কথা। ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’ পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। শ্যালক আয়ুষের সঙ্গে এটাই সলমনের প্রথম অভিনয়। সলমনকে দেখা যাবে পুলিশ অফিসরের চরিত্রে। অন্যদিকে আয়ুষ একজন গ্যাংস্টার।

আরও পড়ুন: Shahrukh Khan Birthday: “এই বছরটা তোমার জন্য বাড়তি স্পেশ্যাল, বাড়তি মিষ্টি”, শাহরুখের জন্য আবেগপ্রবণ পোস্ট লিখলেন মালাইকা