Shahrukh Khan Birthday: “এই বছরটা তোমার জন্য বাড়তি স্পেশ্যাল, বাড়তি মিষ্টি”, শাহরুখের জন্য আবেগপ্রবণ পোস্ট লিখলেন মালাইকা

অক্টোবর মাসের শুরু। ঠিক একমাস আগে শাহরুখের পরিবারে নেমে এসেছিল দুর্যোগের ঘনঘটা। মাদক-কাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছিলেন তাঁর জ্যেষ্ঠপুত্র ২৩ বছরের আরিয়ান খান। তিনি এখন জামিনে মুক্ত।

Shahrukh Khan Birthday: এই বছরটা তোমার জন্য বাড়তি স্পেশ্যাল, বাড়তি মিষ্টি, শাহরুখের জন্য আবেগপ্রবণ পোস্ট লিখলেন মালাইকা
'দিল সে' ছবির 'ছাইয়াঁ ছাইয়াঁ' গানে শাহরুখ খান ও মালাইকা আরোরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 12:13 PM
১৯৯৮ সাল। আজ থেকে ঠিক ২৩ বছর আগে মুক্তি পেয়েছিল একটি ছবি – ‘দিল সে’। এক সাংবাদিক ও এক রহস্যময়ীকে নিয়ে ছিল ছবির গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও মনীষা কৈরালা। মণিরত্নম পরিচালিক ব্লকবাস্টার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রেহমান। যার প্রত্যেকটি গান, সুর সময়ের থেকে ছিল অনেকটাই এগিয়ে। ফলে ছবির সঙ্গে গানও হিট করে। সেই ছবির একটি গানে পারফর্ম করেছিলেন মালাইকা আরোরা। সঙ্গে ছিলেন শাহরুখ।

গানটি ছিল ‘ছাইয়াঁ ছাইয়াঁ’। গানের দৃশ্য শুট করা হয়েছিল একটি চলন্ত ট্রেনের উপর। দারুণ পারফর্ম করেছিলেন দু’জনেই। কেবল শাহরুখ-মালাইকা নন, একাধিক নেপথ্য নৃত্যশিল্পী ছিলেন গানের দৃশ্যে। আজ শাহরুখের জন্মদিনে (০২.১০.২০২১) বার বার সেই স্মৃতিই হাতড়ালেন মালাইকা। ব্যক্তি শাহরুখ সম্পর্কেও লিখলেন কিছু কথা।

গানের একটি স্টিল ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মালাইকা। লিখেছেন, “২৩ বছর আগে আমি ফ্যান ছিলাম তোমার। এখনও ফ্যান গার্ল আছি। তোমাকে এতগুলো বছর দেখলাম। দেখলাম তুমি নিজেকে কীভাবে ক্যারি করো। এটা আমাদের কেবল সৌভাগ্য নয়, আমাদের কাছে অনুপ্রেরণাও। তোমার প্রতিদিন ও প্রতি বছরের অক্লান্ত পরিশ্রম তোমার চারপাশের মানুষদেরই মঙ্গল করছে। এই বছরটা তোমার জন্য বাড়তি স্পেশ্যাল, বাড়তি মিষ্টি… আমি কামনা করি সেটাই যেন থাকে। কারণ এই সবেরই জন্যই তুমি যোগ্য। শুভ জন্মদিন“।

অক্টোবর মাসের শুরু। ঠিক একমাস আগে শাহরুখের পরিবারে নেমে এসেছিল দুর্যোগের ঘনঘটা। মাদক-কাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছিলেন তাঁর জ্যেষ্ঠপুত্র ২৩ বছরের আরিয়ান খান। মুম্বইয়ের আর্থার রোডের জেলে দীর্ঘ ২৫ দিন থাকার পর জামিনে মুক্ত তিনি। জন্মদিনের ঠিক আগেই ২৮ অক্টোবর আরিয়ান ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন: Shahrukh Khan Birthday: শাহরুখ খানের জীবন থেকে আমরা কী কী শিখতে পারি?