Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan Birthday: শাহরুখ খানের জীবন থেকে আমরা কী কী শিখতে পারি?

আজ ২ নভেম্বর। আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। অনেকগুলো বছর তিনি কাটিয়ে দিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকগুলো বছর রাজত্ব করলেন মানুষের হৃদয়ে। কোনও গডফাদার ছাড়া, পারিবারিক আত্মীয় ছাড়াই শাহরুখ আজ এই জায়গায় পৌঁছেছেন। লড়াই করেছেন নিজের সঙ্গে। 'কিছু নেই' থেকে 'সবকিছু আছে'-এর অধিকারী হয়েছেন নিজের ক্ষমতায়। জীবন অনেককিছু শিখিয়েছে শাহরুখকে। আমরাও তা থেকে শিক্ষা নিতে পারি।

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 6:01 AM
 শাহরুখের সাফল্যের রাস্তায় গোলাপ ছড়ানো ছিল না। কাঁটার উপর দিয়ে হেঁটে যেতে হয়েছে তাঁকে। তিনিও ভয় পেয়েছেন। অসহায় বোধ করেছে। যেমনটা আমরাও  কঠিন সময়ে অনুভব করে থাকি। তবে বার বারই ভয়কে জয় করে এগিয়ে গিয়েছেন কিং খান। একবার শাহরুখ বলেছিলেন, "নিজের ভয়কে নিয়ে বাঁচতে শিখলে, তোমার সঙ্গে হওয়া খারাপগুলোর সঙ্গেই খারাপ হবে।"

শাহরুখের সাফল্যের রাস্তায় গোলাপ ছড়ানো ছিল না। কাঁটার উপর দিয়ে হেঁটে যেতে হয়েছে তাঁকে। তিনিও ভয় পেয়েছেন। অসহায় বোধ করেছে। যেমনটা আমরাও কঠিন সময়ে অনুভব করে থাকি। তবে বার বারই ভয়কে জয় করে এগিয়ে গিয়েছেন কিং খান। একবার শাহরুখ বলেছিলেন, "নিজের ভয়কে নিয়ে বাঁচতে শিখলে, তোমার সঙ্গে হওয়া খারাপগুলোর সঙ্গেই খারাপ হবে।"

1 / 6
"নিজের উপর হাসো"। এই পন্থায় বিশ্বাসী শাহরুখ। একবার বলেছিলেন, "যখনই সুযোগ পাবে নিজের উপরই হাসবে। নিজেকে সিরিয়াস ভাবে যেদিন থেকে নেওয়া বন্ধ করবে, অন্যরা তোমার ক্ষতি করতে পারবে না।" একবার এক ফ্যান শাহরুখকে বলেছিলেন, তাঁর 'ভালভাবে না চলা' ছবি 'রা ওয়ান'-এর সিডি তিনি কেন দশেরায় জ্বালিয়ে দিলেন না। শাহরুখ উত্তরে বলেছেন, "আমার কাঁটা ঘায়ে আর কত নুনের ছিটে দেবে।"

"নিজের উপর হাসো"। এই পন্থায় বিশ্বাসী শাহরুখ। একবার বলেছিলেন, "যখনই সুযোগ পাবে নিজের উপরই হাসবে। নিজেকে সিরিয়াস ভাবে যেদিন থেকে নেওয়া বন্ধ করবে, অন্যরা তোমার ক্ষতি করতে পারবে না।" একবার এক ফ্যান শাহরুখকে বলেছিলেন, তাঁর 'ভালভাবে না চলা' ছবি 'রা ওয়ান'-এর সিডি তিনি কেন দশেরায় জ্বালিয়ে দিলেন না। শাহরুখ উত্তরে বলেছেন, "আমার কাঁটা ঘায়ে আর কত নুনের ছিটে দেবে।"

2 / 6
শাহরুখের কেরিয়ারের দিকে তাকালেই দেখতে পাবেন, তাঁর ব্লকবাস্টার ছবির সংখ্যা এত, যে ফ্লপ ছবিগুলির দিকে নজরই যায় না। কিন্তু সাফল্যকে 'ভাল শিক্ষক' বলতে নারাজ শাহরুখ। তিনি মনে করেন, ব্যর্থতাতেই লুকিয়ে আছে জীবনের রসদ। তিনি বলেছেন, "সাফল্য ভাল শিক্ষক নয়। ব্যর্থতাই একজন ব্যক্তিকে নম্র ও ভদ্র তৈরি করে।"

শাহরুখের কেরিয়ারের দিকে তাকালেই দেখতে পাবেন, তাঁর ব্লকবাস্টার ছবির সংখ্যা এত, যে ফ্লপ ছবিগুলির দিকে নজরই যায় না। কিন্তু সাফল্যকে 'ভাল শিক্ষক' বলতে নারাজ শাহরুখ। তিনি মনে করেন, ব্যর্থতাতেই লুকিয়ে আছে জীবনের রসদ। তিনি বলেছেন, "সাফল্য ভাল শিক্ষক নয়। ব্যর্থতাই একজন ব্যক্তিকে নম্র ও ভদ্র তৈরি করে।"

3 / 6
যুবক-যুবতিদের প্রায়সই প্রেমের টিপস দেন পর্দার 'রোম্যান্স কিং' শাহরুখ খান। তিনি মনে করেন, প্রেমের জন্য সঠিক সময় বা সঠিক জায়গার প্রয়োজন নেই। যে কোনও সময়ে হতে পারে। অনেকসময় ফ্যানরা তাঁদের প্রেমিকাদের মুগ্ধ করার জন্য শাহরুখের বলা ছবির সংলাপও ব্যবহার করেন। বেশ কিছুদিন আগে মেয়ে সুহানাকে একটি বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন শাহরুখ। বলেছেন, "যদি দেখো কোনও ছেলে তোমাকে এসে বলছে 'রাহুল, নাম তো সুনা হোগা...' জানবে সেই ছেলে স্টকার।"

যুবক-যুবতিদের প্রায়সই প্রেমের টিপস দেন পর্দার 'রোম্যান্স কিং' শাহরুখ খান। তিনি মনে করেন, প্রেমের জন্য সঠিক সময় বা সঠিক জায়গার প্রয়োজন নেই। যে কোনও সময়ে হতে পারে। অনেকসময় ফ্যানরা তাঁদের প্রেমিকাদের মুগ্ধ করার জন্য শাহরুখের বলা ছবির সংলাপও ব্যবহার করেন। বেশ কিছুদিন আগে মেয়ে সুহানাকে একটি বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন শাহরুখ। বলেছেন, "যদি দেখো কোনও ছেলে তোমাকে এসে বলছে 'রাহুল, নাম তো সুনা হোগা...' জানবে সেই ছেলে স্টকার।"

4 / 6
শাহরুখ খান স্পেশ্যাল। তিনি একজন সেলিব্রিটি। তিনি ভিআইপি মানুষ। যেখানেই যান না কেন, ভিআইপি ট্রিটমেন্ট পান। কিন্তু নিজেকে একেবারেই ভিআইপি মনে করেন না কিং খান। বলেছেন, "স্পেশ্যাল হওয়াতে কোনও স্পেশ্যাল ব্যাপার নেই। সাধারণ হওয়াটাই স্পেশ্যাল ব্যাপার।" নিজের কাজে সারাক্ষণ খুঁত খুঁজতে থাকেন শাহরুখ। আর ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সারাধণ থাকতে পছন্দ করেন।

শাহরুখ খান স্পেশ্যাল। তিনি একজন সেলিব্রিটি। তিনি ভিআইপি মানুষ। যেখানেই যান না কেন, ভিআইপি ট্রিটমেন্ট পান। কিন্তু নিজেকে একেবারেই ভিআইপি মনে করেন না কিং খান। বলেছেন, "স্পেশ্যাল হওয়াতে কোনও স্পেশ্যাল ব্যাপার নেই। সাধারণ হওয়াটাই স্পেশ্যাল ব্যাপার।" নিজের কাজে সারাক্ষণ খুঁত খুঁজতে থাকেন শাহরুখ। আর ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সারাধণ থাকতে পছন্দ করেন।

5 / 6
এতবছরের কেরিয়ারে বহু ওঠা-নামা দেখেছেন শাহরুখ। সেই ওঠা-নামা থেকে বার বারই নতুন কিছু শেখার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেছেন, "একটা সময় আসবে, যখন মনে হবে কিছুই ঠিক নেই। কিন্তু ঘাবড়াবেন না। তা হলে বিব্রত অবস্থাতেও সময়টা কাটিয়ে উঠতে পারবেন।"

এতবছরের কেরিয়ারে বহু ওঠা-নামা দেখেছেন শাহরুখ। সেই ওঠা-নামা থেকে বার বারই নতুন কিছু শেখার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেছেন, "একটা সময় আসবে, যখন মনে হবে কিছুই ঠিক নেই। কিন্তু ঘাবড়াবেন না। তা হলে বিব্রত অবস্থাতেও সময়টা কাটিয়ে উঠতে পারবেন।"

6 / 6
Follow Us: