salman Khan Controversy: অস্কার নিয়ে মাথা ঘামান না সলমন, সোজা সাপটা উত্তর দিয়ে যখন ভাইরাল ভাইজান
Oscar Controversy: সলমন খানের অস্কার নিয়ে এই মন্তব্য আরও একবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা নজর কাড়ে ভক্তদের।

বর্তমানে গোটা বিশ্ব জুড়ে অস্কার নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল প্রতিটা নাম, যাঁরা অস্কার জিতলেন ২০২৩-এ। কোন দেশের ভাগ্য কটা, কোন ছবি পেলন, কে পেল না, কেন পেল না, এমনই নানা চুল চেরা বিচারও চলছে নিত্যদিন। আর নেটপাড়ার সেই ময়নাতদন্তে এবার উঠে এল সলমন খানের একটি মন্তব্য। ২০১৫ সালে একবার অস্কার নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। সেই বছর তাঁর অভিনীত ছবি বজরঙ্গী ভাইজান অস্কারে পাঠানোর কথা উঠেছিল। যদিও তা না করে শেষ পর্যন্ত একটি দক্ষিণী ছবিকে পাঠান হয় অস্কারে। তা নিয়ে প্রশ্ন করতেই সলমন খান বলেছিলেন, তিনি এসল নিয়ে ভাবেন না। সলমন খানের কথায়, তিনি বিনোদনের জন্য ছবি বানান।
সেই সাক্ষাৎকারে ভাইজানকে বলতে শোনা যায়, ”আমরা ছবি বানাই আমাদের দর্শকের জন্য। এশিয়ার দর্শকের জন্য। ভারতের দর্শকেরা ভালবাসেন। পাকিস্তান আর এখন চিনের দর্শকেরাও পছন্দ করছেন ছবি। আমি ব্যবসার জন্য ছবি বানাই না।”
সলমন খান সেদিন আরও বলেন, ”এটা খুব যন্ত্রণাদায়ক, যে দেখে মনে হয় আমরা খুব মজা করছি। কিন্তু বাস্তব তেমনটা নয়। অভিনেতা হিসেবে আমার কাজই ঝুঁকি নেওয়া। আমার বয়স, সবকিছু বিরুদ্ধে গিয়ে কাজ করা। সেই ছবি যখন দর্শকের কাছে পৌঁছবে, তাঁরা যেন আনন্দ পান। ব্যাস। আমার কাজ ওখানেই শেষ। এরপর ছবি অস্কারে গেল কি না, তা আমায় ভাবায় না।”
সলমন খানের অস্কার নিয়ে এই মন্তব্য আরও একবার ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা নজর কাড়ে ভক্তদের। যদিও এবারও নাটু নাটু গানের অস্কার জেতা নিয়ে নানা প্রান্তে নানা মন্তব্য বর্তমান। তবে জয়া বচ্চন সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলে জানান, ভারত অস্কার জিতেছে, ভারতের ছবি অস্কার পেয়েছ। এতে উত্তর-দক্ষিণের কিছু নেই।
