Tadap: ফিল্মের পোস্টারে অহনের গালে চুম্বন সলমনের, ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 03, 2021 | 5:42 PM

ভিডিয়োটি অনেক ফ্যানই শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়।

Tadap: ফিল্মের পোস্টারে অহনের গালে চুম্বন সলমনের, ভাইরাল ভিডিয়ো
তড়প

Follow Us

তারা সুতারিয়ার সঙ্গে ‘তড়প’ ছবিতে ডেবিউ করছেন সুনীল শেট্টির পুত্র অহন শেট্টি। শুক্রবার, ৩ ডিসেম্বর মুক্তি পাবে মিলন লুথারিয়া পরিচালিত ছবিটি। ছবি মুক্তির ঠিক আগেই বিশেষ একটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বৃহস্পতিবার। বহু তারকা ছবি দেখতে এসেছিলেন। স্ক্রিনিং দেখতে এসেছিলেন সলমন খানও। নতুন স্টাইলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ় দিয়েছেন সলমন। তাঁর সঙ্গে গিয়েছিলেন ভগ্নিপতি আয়ুষ শর্মাও। সুনীল শেট্টি, অহন শেট্টি ও আয়ুষের সঙ্গে ছবি তুলেছেন সলমন।

‘তড়প’-এর বিশেষ স্ক্রিনিংয়ে স্টাইলিশ মেরুন টি-শার্ট পরেছিলেন সলমন। সেই সঙ্গে শরীরে জড়িয়েছিলেন কালো রঙের জ্যাকেট। ফিল্মের পোস্টারে অহনের গালে চুম্বন এঁকে দেওয়ার মুহূর্তের একটি ভিডিয়ো ভীষণরকম ভাইরাল হয়েছে। এরপর সুনীলকে জড়িয়ে ধরেন সলমন। একসময় সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিকে বলিউডে লঞ্চ করেছিলেন সলমন।

ভিডিয়োটি অনেক ফ্যানই শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এটাকে কিউট বলেছেন। স্ক্রিনিংয়ে এসেছিলেন অহনের বোন আথিয়া শেট্টি ও তাঁর ক্রিকেটার প্রেমিক কে এল রাহুল। ভাইয়ের প্রথম ছবির স্ক্রিনিংয়ে এই প্রথম জনসমক্ষে আসেন আথিয়া এবং কে এল রাহুল। কাপল হিসেবে আসেন তাঁরা। আথিয়ার পরনে ছিল কালো টপ, কালো প্যান্ট, মানানসই কালো ব্লেজ়ার। কে এল রাহুল পরেছিলেন বেজ সুট ও কালো টি-শার্ট।

আথিয়া-রাহুল কোনওদিনও নিজেদের সম্পর্ক নিয়ে অফিশিয়াল কোনও বিবৃতি দেননি। কিন্তু প্রায়সই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুন্দর ও মিষ্টি ছবি। ক্রিকেট ট্যুরেও রাহুলের সঙ্গে গিয়েছেন আথিয়া।

প্রিমিয়ারে নিজের প্রেমিকার সঙ্গে এসেছিলেন অহন। তিনি তানিয়া শ্রফ। সাদা শার্ট, কালো টাই, কালো প্যান্ট ও কালো চামড়ার জ্যাকেট পরে এসেছিলেন অহন। তানিয়া পরেছিলেন গোলাপি ও কালো আউটফিট।

তেলেগু ছবি ‘আর এক্স ১০০’-র রিমেক ‘তড়প’। চিত্রনাট্যটি লিখেছেন রজত আরোরা।

আরও পড়ুন: Rashid Khan: ৩০ বছরের পথচলা, স্ত্রীকে নিয়ে আবেগে ভাসলেন রশিদ খান

Next Article