শেষমেশ জানা গেল কেন বিয়ে করছেন না ‘ভাইজান’? কারণ জানলে অবাক হবেন!

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 17, 2021 | 11:53 AM

২০২২ সালে দিওয়ালিতে ফিল্মটি মুক্তি পেতে চলেছে ‘কভি ইদ কভি দিওয়ালি’। শোনা যাচ্ছে, সলমন সিনেমার জন্য ফটোশুটের প্রস্তুতিও নিচ্ছেন।

শেষমেশ জানা গেল কেন বিয়ে করছেন না ভাইজান? কারণ জানলে অবাক হবেন!
ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন সলমন খান। ফ্রন্টলাইন কর্মীদের খাবারের প্যাকেট বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন তিনি। আপাতত ১৫ দিন ধরে চলবে এই প্রকল্প। ২৪ ঘন্টা ধরেই এই খাবারের প্যাকেট বিতরণের কাজ চলবে বলে জানিয়েছেন ভাইজান।

Follow Us

ফরহাদ সামজির আসন্ন ছবি সলমন খানের অভিনীত ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিটির নাম বদলে হতে পারে ‘ভাইজান’। সলমন ছাড়াও ফিলমে অভিনয় করবেন পূজা হেগড়ে। ২০২২ সালে দিওয়ালিতে ফিল্মটি মুক্তি পেতে চলেছে। শোনা যাচ্ছে, সলমন সিনেমার জন্য ফটোশুটের প্রস্তুতিও নিচ্ছেন।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, কোভিড পরিস্থিতির উন্নতি হলে সলমন ফটোশুট করবেন। ফটোশুটটি তাঁর প্যানভেল ফার্মহাউসে ফিল্মের কাস্ট নিয়ে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ডিজাইনার অ্যাশলে রেবেলো ইতিমধ্যে ছবির লুক নিয়ে কাজও শুরু করে ফেলেছেন। পরনে সাদা কুর্তা এবং জিন্স। একেবারে ক্লিন শেভড লুকে দেখা যাবে ‘ভাইজান’কে।

 

 

‘কভি ইদ কভি দিওয়ালি’ ওরফে ‘ভাইজান’ একটি অ্যাকশন-কমেডি ছবি যা জনপ্রিয় তামিল ফিল্মের হিন্দি রিমেক হতে চলেছে। সলমন পরিবারে বড় দাদার ভূমিকায় অভিনয় করবেন যিনি বিয়ে করতে চান না। তাঁর বিশ্বাস বিয়ে পরিবারে দ্বন্দ্ব তৈরি করতে পারে। তবে তাঁর বাকি তিন ভাইয়েরা জীবনে প্রেম খুঁজে পেয়েছেন এবং চেষ্টা চালায় বড়দার জন্যও একটা প্রেম খোঁজার।

ফিল্মের নাম পরিবর্তনের বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে যে নির্মাতারা বিশ্বাস করেন যেহেতু ফিল্মটি ভাতৃবন্ধনের ভিত্তিতে নির্মিত, তাই ‘ভাইজান’ নামটি যথাযথ হবে। ফিল্মে সলমন-পূজা ছাড়াও অভিনয় করবেন আয়ুষ শর্মা ও জা়হির ইকবাল।

 

আরও পড়ুন হেদুয়া পার্কে বসে পোজ় বিশ্বনাথ বসুর, বললেন “ওখানে বান্ধবীদের থেকে ১ টাকা চাঁদা তুলতাম”

Next Article