চলতি বছরে দ্বিতীয় লকডাউন পর্বে, সমস্ত ফিল্মের শুটিং বিরতি মোডে ফিরে গিয়েছিল। তবে লকডাউন নিয়মগুলি হ্রাস পাওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে-ধীরে নিয়মিত ট্র্যাকে ফিরছে এবং শহরে একের পর এক শুটিং শুরু হচ্ছেছে। আজ থেকে সলমন খান ‘অন্তিম’ ছবির শুটিং শুরু করলেন।
এক প্রতিবেদনের খবর অনুযায়ী, সলমন খানের চার দিনের শুটিং শিডিউল রয়েছে এবং এটি মূলত প্যাচওয়ার্ক যা নির্মাতারা চলতি সপ্তাহে শুটিংয়ের পরিকল্পনা করছিলেন। শুটিংয়ের প্রথম দু’দিন কমলিস্তান স্টুডিয়োতে চলার পর বাইকুলার এক বাংলোতে স্থানান্তরিত হবে। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন এবং তাঁর অভিনীত অংশের শুটিং শেষ করে ছবিটি যেন এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে চাইছেন।
‘অন্তিম’ মারাঠি ফিল্মের ‘মালশি প্যাটার্ন’-এর হিন্দি রিমেক। এটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জেরেকর। গত বছর ডিসেম্বরে নির্মাতারা ছবিটির একটি টিজার শেয়ারও করেছিলেন। এক লড়াইয়ে দেখা যায় সলমন এবং আয়ুষ শর্মাকে। আয়ুষ ছবির জন্য ভীষণ প্রস্তুতি নিয়েছিলেন এবং হয়ে উঠেছেন একেবারে মাসল ম্যান। ভাইজান ‘অন্তিম’ শেষ করার পরে ‘টাইগার-থ্রি’ এর শুটিং করতে চলেছেন।‘যশ রাজ ফিল্ম’ স্টুডিয়োতে প্রাক-লকডাউনে ছবিটির জন্য কয়েক দিন শুটিংও করেছেন সলমন। ছবিটি শেষ করে সলমন ‘কিক-২’-এর শুটিং শুরু করবেন।