নাম সমীর ওয়াংখেড়ে। পরিচয়ে তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একজন কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি পরিচিত দাবাং অফিসার হিসেবে। বলিউডে মাদক কাণ্ডে তাঁর ভূমিকা ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ অথবা সাম্প্রতিক কালে আরিয়ান খানের মাদককাণ্ড– এ সবেরই নেতৃত্ব দিয়েছেন সমীর। জানেন কি সমীরের স্ত্রীও একজন অভিনেত্রী? রয়েছে জমজ সন্তানও। স্বামীর এই অসামান্য সাফল্যে সম্প্রতি এক সংবাদমাধ্যমে মুখও খুলেছেন তিনি।
সমীরের স্ত্রীর নাম ক্রান্তি রেড়কর। অজয় দেবগণের সঙ্গে বলিউডে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও বহু মারাঠি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। স্বামীর সাফল্যে গর্বিত ক্রান্তি বলেছেন, “সমীর সবসময় পরিশ্রমী একজন মানুষ। এই মুহূর্তে বলিউডের মাদক যোগ নিয়ে ও কাজ করছে। আমি ওঁকে সব সময় স্পেস দিয়ে এসেছি। কখনও জিজ্ঞসা করিনি কীভাবে হল, কী ব্যাপার। ওঁর কাজের জন্য যে গোপনীয়তা রক্ষা করতে হয় তা আমি বুঝি। ঘরের কাজ আমি সামলাই, যাতে ও বাইরেটাও সামলাতে পারে।”
ক্রান্তি জানান, এমনও হয় কখনও কখনও ২৪ ঘণ্টাই কাজ করতে হয় তাঁকে। কোনও কোনও দিন মাত্র ২ ঘণ্টা ঘুমোনোর সময় পান হয়তো। তাঁর কথায়, “আমাদের জমজ সন্তান রয়েছে। ওরা মাঝেমধ্যে বাবাকে মিস করে ঠিকই, কিন্তু ঠিকাছে… আমি ওর জন্য গর্বিত। দেশের কাছে পরিবারও তুচ্ছ।”
রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান। সেখানেই আরিয়ান নাকি নিজেই জানান, তাঁর মাদকে আসক্ত থাকার কথা।
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথাও নাকি তিনি স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। হাজির ছিলেন আরিয়ানসহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি। শনিবার সূত্র মারফত খবর পেয়ে ওই প্রমোদতরণীতে তল্লাশি অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর সেই অভিযানেরই নেতৃত্ব দিয়েছিলেন সমীর।
প্রসঙ্গত, এই মুহূর্তে এনসিবি হেফাজতে রয়েছেন আরিয়ান। রিমান্ডে থাকবেন আগামী ৭ তারিখ অবধি। সোমবার বারবার আবেদন সত্ত্বেও জামিন মঞ্জুর হয়নি তাঁর।
আরও পড়ুন- Aryan Khan Drug Case: জামিন হল না বাদশাহ-পুত্রের! ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি রিমান্ডে আরিয়ান