Sanya Malhotra: নিঁখোজ হয়ে যেতে পারেন সানিয়া! তদন্তে নামবেন ‘পুলিশ’ রাজকুমার

ডক্টর সৈলেশ কোলানুর পরিচালনায় ছবিটির বর্তমানে প্রি-প্রোডাকশন চলছে এবং শিগগিরই শুটিং ফ্লোরে যাবে।

Sanya Malhotra: নিঁখোজ হয়ে যেতে পারেন সানিয়া! তদন্তে নামবেন 'পুলিশ' রাজকুমার
সানিয়া-রাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 12:11 PM

তেলগু ব্লকব্লাস্টার ছবি ‘হিট’-এর  হিন্দি রিমেকে অভিনয় করছেন রাজকুমার রাও। খবর প্রকাশ্যে আসতে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ঊর্ধ্বগামী। সম্প্রতি আরও এক খবর পাওয়া গিয়েছে, টি-সিরিজ ও দিল রাজু প্রোডাকশনস, ছবির নির্মাতারা অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে হিন্দি রিমেকের নায়িকা হিসাবে আনতে চলেছেন।

এই প্রোজেক্ট যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত অভিনেত্রী। সানিয়া মালহোত্রা বলেন, “আমি ‘হিট’ দেখেছি এবং ছবির গল্পটি আমার সত্যিই পছন্দ হয়েছে। ছবিটি অফার পাওয়া মাত্রই আমি হ্যাঁ বলে দিয়েছি। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং মজাদার গল্প যা দর্শকদের ভাল লাগবে। আমি রাজের (রাজকুমার রাও) সঙ্গে কাজ করতে আগ্রহী এবং অপেক্ষায় রয়েছি।”

‘হিট’ —হোমিসাইড ইন্টারভেনশন টিম। একজন নিখোঁজ মহিলার সন্ধানে থাকা একজন পুলিশের গল্প।  পুলিশের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও, ছবি নিয়ে তিনিও উচ্ছ্বসিত। একটি বিবৃতিতে, রাজকুমার বলেন, “এটি একটি আকর্ষণীয় গল্প, আজকের সময়ে প্রাসঙ্গিক। একজন অভিনেতা হিসাবে, আমি যে চরিত্রগুলি অন্বেষণ করিনি তার জন্য আমি সবসময় নজর রাখি এবং ‘হিট’ আমাকে এটি করার সুযোগ দিয়েছে। আমি সৈলেশ এবং দিল রাজুর সঙ্গে এই যাত্রার প্রত্যাশায় রয়েছি।”

ভূষণ কুমার, দিল রাজু, কৃষ্ণ কুমার এবং কুলদীপ রাঠোর প্রযোজনায় ডক্টর সৈলেশ কোলানুর পরিচালনায় ছবিটির বর্তমানে প্রি-প্রোডাকশন চলছে এবং শিগগিরই শুটিং ফ্লোরে যাবে।

আরও পড়ুন Saswata Chatterjee: “অন্ধকারে মুখ লুকোবেন না”, বলছেন শাশ্বত ‘বব বিশ্বাস’