Saswata Chatterjee: “অন্ধকারে মুখ লুকোবেন না”, বলছেন শাশ্বত ‘বব বিশ্বাস’
কিছুদিন আগে বাবার কৈশোর বয়সের এক ছবি পোস্ট করেন শাশ্বত। অল ইন্ডিয়া রেডিয়োর কনসোলে বসে শুভেন্দু।
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে নিয়ে স্মৃতিচারণা করেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আজ আমি মনে করি, দিলীপ কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন, একটা প্রতিষ্ঠান। যেখান থেকে অনেক অভিনেতা অভিনয় শিখেছে। সেখানে অনেক বড় বড় নামও আছে। আমি কারও নাম বলতে চাই না। কিন্তু তাঁদের উপর দিলীপ কুমারের প্রভাব প্রচন্ড ভাবে স্পষ্ট।”
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের এক ছবি পোস্ট করেন শাশ্বত। ছবিতে আলো-আবছায়া ভরা অভিনেতার মুখ। এক অদ্ভুত উদাসী চাহনি তাঁর চোখে। ক্যাপশনে শাশ্বত লেখেন, ‘ভয় নিজের থেকে মুখ লুকিয়ে রাখা থেকে বেরিয়ে আসুন…মুখোমুখি হোন, অন্ধকারে হয়ে উঠুন আলো।’ শুক্রবার দিন অনুপ্রেরণার এক নতুন মন্ত্র দিলেন শাশ্বত। হ্যাশট্যাগে লিখলেন বি দ্য লাইট।
শাশ্বত তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। শুধু অভিনয় নয় অফ-স্ক্রিনে সহকর্মীদের সঙ্গে ব্যবহার নিয়েও তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। পরিবারের প্রতিও তাঁর দায়বদ্ধতা নিয়েও কথা হয়েছে। শাশ্বতর স্মৃতিতে বারবার ফিরে এসেছেন তাঁর বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়। কিছুদিন আগে বাবার কৈশোর বয়সের এক ছবি পোস্ট করেন শাশ্বত। অল ইন্ডিয়া রেডিয়োর কনসোলে বসে শুভেন্দু। মুখে এক চওড়া হাসি। সাদা –কালো ছবির ক্যাপশনে শাশ্বত লেখেন, ‘তুমি আছো অস্তিত্ব জুড়ে…বাপি’।