AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan: ‘ভাই যেখানে, বাড়ি সেখানে’, ভাইয়ের প্রতি সারার ভালবাসা নেট দুনিয়ায় ভাইরাল

সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অভিনেত্রী অমৃতা সিং। তাঁদের সন্তান সারা ও ইব্রাহিম। ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছেন তাঁরা। সারা বয়সে বড়। ভাইয়ের সঙ্গে সারাক্ষণই খুনসুটি করতে থাকেন সারা। মজা করে রিলস তৈরি করেন তিনি।

Sara Ali Khan: 'ভাই যেখানে, বাড়ি সেখানে', ভাইয়ের প্রতি সারার ভালবাসা নেট দুনিয়ায় ভাইরাল
ভাই ইব্রাহিমের সঙ্গে কাশ্মীর ভ্রমণে সারা।
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 10:00 AM
Share

ভাই অন্তঃপ্রাণ সারা আলি খান। সম্প্রতি ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়েছেন কাশ্মীরে। ভূস্বর্গের বরফে তাঁরা একসঙ্গে কাটিয়েছেন সময়। দারুণ আনন্দ করেছেন। সঙ্গে ছিলেন অন্যান্য বন্ধু-বান্ধবরাও। বেশ কিছু ছবি শেয়ার করে সারা লিখেছেন, ‘ভাই যেখানে, বাড়ি সেখানে’। অর্থাৎ, বলতে চেয়েছেন ভাইয়ের সঙ্গে যেখানেই যান না কেন, বাড়ির অভাব কখনওই অনুভব করেন না তিনি।

সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অভিনেত্রী অমৃতা সিং। তাঁদের সন্তান সারা ও ইব্রাহিম। ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছেন তাঁরা। সারা বয়সে বড়। ভাইয়ের সঙ্গে সারাক্ষণই খুনসুটি করতে থাকেন সারা। মজা করে রিলস তৈরি করেন তিনি।

কয়েকদিন আগের ঘটনা। মেকআপ করছিলেন গ্রিন রুমে বসে। মেকআপ আর্টিস্টকে নির্দেশ দিচ্ছিলেন জিতু বলে কাউকে বলতে, তাঁর জন্য যেন ডাবের জল নিয়ে আসা হয়। তারপরই ঘটে এই ঘটনা। রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন সারা আলি খান। আচমকাই ফেটে যায় মেকআপের আয়নাকে ঘিরে থাকা একটি বাল্ব। ভয়ে চোখ-মুখ বন্ধ হয়ে যায় সারার। আরও বড় দুর্ঘটনাও তো ঘটতে পারত সেসময়। কে বলতে পারে! কিন্তু ভাগ্য ভাল ছিল, তেমন কিছুই ঘটেনি।

ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সারা আলি খান। শুটিংয়ের জন্য নিজেরই ভ্যানিটি ভ্যানে মেকআপ করছিলেন অভিনেত্রী। সকলেই তখন ব্যস্ত ছিলেন। সারা তো বটেই, তাঁর সহকারীরাও তখন অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন। সারা ডাবের জল চাইতেই সহকারী সেই ব্যবস্থা করতে যান এবং পরক্ষণেই এই ঘটনা ঘটে যায়।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আনন্দ এল রাই পরিচালিত ‘আত্রঙ্গি রে’ ছবিটি। অক্ষয় কুমার অভিনীত ছবিতে ধনুশের বিপরীতে অভিনয় করেছেন সারা। ‘অশ্বত্থামা’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গেও কাজ করবেন সারা।

আরও পড়ুন: Raja-Madhubani-Srivalli: একরত্তিকে কোলে নিয়ে শ্রীভল্লিতে মজলেন রাজা!