স্পট গার্লকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দিলেন সারা আলি খান। তাঁর দাবি তিনি ‘প্র্যাঙ্ক’ করছিলেন। কিন্তু খোদ সারার ভক্তরাও প্রশ্ন তুলল, ‘এ কেমন প্র্যাঙ্ক’?
ফ্যানেদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে সারাকে জিজ্ঞাসা করা হয়, এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ প্র্যাঙ্ক তিনি কী করেছেন? উত্তরে সারা একটি ভিডিয়ো পোস্ট করেন। আলাপ করিয়ে দেন এক মধ্যবয়স্ক মহিলার সঙ্গে। সারা জানান, ওই মহিলার নাম ঝাড়ু। পরিচয়ে সারার স্পট গার্ল। ভিডিয়োতে দেখা যায়, সাদা বিকিনিতে সারা স্পট গার্লের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। আচমকাই সেই মহিলাকে জোর ধাক্কা দেন তিনি। মহিলা পড়ে যান সুইমিং পুলে। আকস্মিক ধাক্কায় খানিক হয়ে পড়েন বেসামাল। সারাও ঝাঁপ দেন সুইমিং পুলে। মহিলার ওই অবস্থা দেখে হাসতে থাকেন ক্রমাগত।
এই ভিডিয়ো সারা পোস্ট করতেই অনবরত নিন্দার ঝড়। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, মজা আর বিড়ম্বনার তফাৎ করতে কি ভুলে গিয়েছেন নবাব-কন্যা। এক ইউজার লিখেছেন, “কী করে একজন মধ্য বয়স্কাকে তাঁর অনুমতি ছাড়া এভাবে জলে ফেলে দিতে পারেন তিনি? সবটাই কি মজা?” আর একজনের জবাব, “সেলেব্রিটি বলে কি পরিমিতি বোধ থাকতে নেই। সারার কাছ থেকে এই ব্যবহার কোনওভাবেই প্রত্যাশিত নয়। সব কিছুরই সীমা থাকা উচিত।” সবাই যে নিন্দা করেছেন এমন নয়। অনেকেই কথা বলেছেন সারার হয়ে। তাঁদের যুক্তি সেই ভদ্রমহিলার সঙ্গে নিশ্চয়ই সারার সম্পর্ক এমনটাই, সেই কারণেই ধাক্কার মারার মতো কাজও করতে পেরেছেন তিনি। যদিও সারা এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।