সারা আলি খান বা ইব্রাহিম আলি খানের সঙ্গে তৈমুর অথবা তার ভাইয়ের বয়সের পার্থক্য অনেকটাই। সারা এবং ইব্রাহিম সইফ-অমৃতার সন্তান। তাদের জন্মের অনেক পরে করিনাকে বিয়ে করেন সইফ। চার বছর আগে তৈমুরের জন্ম হয়। আর চলতি বছরে দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন করিনা। ছোট ছেলের ছবি এখনও সেভাবে প্রকাশ্যে আনেননি নায়িকা। ছেলের নাম কী রাখলেন, তাও এখনও জানাননি। কিন্তু সৎ ভাইকে দেখে প্রথম কী প্রতিক্রিয়া হয়েছিল, তা প্রকাশ্যে জানালেন সারা।
এমনিতেই সারা এবং ইব্রাহিমের সঙ্গে করিনার সম্পর্ক অত্যন্ত ভাল। সারা প্রায়ই সইফের নতুন বাড়িতে যাতায়াত করেন। যদিও তিনি এবং ইব্রাহিম এখনও অমৃতার সঙ্গেই থাকেন। ফেব্রুয়ারি সইফ-করিনার দ্বিতীয় সন্তানের জন্মের পর তাকে দেখতে যান সারা। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুও।
সদ্য এক সাক্ষাৎকারে সারা হেসে বলেন, “ও আমার দিকে তাকাল, হাসল, আর আমি গলে গেলাম। এতটাই সুন্দর ও। আমি তো বাবাকে মজা করে বললাম, জীবনের প্রতিটি দশকে সন্তানের জন্ম দিয়েছে। বাবার ২০, ৩০, ৪০ বছর বয়সের কোঠায় সন্তান হয়েছে। আর এখন তো বাবার ৫০ বছর বয়স। চারটি ভিন্ন অবতারের বাবা হওয়াটা সত্যিই এনজয় করছে। এই শিশুও বাবা এবং করিনার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে।”
তৈমুরের জন্মের পর তার বেশ কিছু ভুয়ো ছবি ভাইরাল হয়। এমনকি তৈমুর নাম নিয়েও বহু সমালোচনা শুনতে হয়। সে কারণেই সম্ভবত দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে অনেক সাবধানী করিনা। অন্তত এমনটাই মনে করছেন বলিউডের বড় অংশ।
আরও পড়ুন, ‘ফ্রাই-নালি’ শুটিং শুরু করে ফ্লোর থেকে কী বললেন তৃণা?