এমন কী শাহরুখের কাছে রয়েছে, যা অমিতাভের কাছে নেই?

‘কফি উইথ করণ’-এর মঞ্চে একবার শাহরুখ নিজেই শেয়ার করেছিলেন তাঁর কাছে এমন একটি জিনিস আছে, যা অমিতাভের কাছে নেই।

এমন কী শাহরুখের কাছে রয়েছে, যা অমিতাভের কাছে নেই?
শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2021 | 5:12 PM

অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। বলিউডের ইতিহাসের দুই অভিনেতারই আলাগা জায়গা রয়েছে। প্রচুর বাণিজ্যিক সফল ছবি, অসংখ্য অনুরাগী নিয়ে সিনেমার ইতিহাসে আলাদা আলাদা চ্যাপ্টার হয়ে রয়েছেন অমিতাভ এবং শাহরুখ। অমিতাভ সিনিয়র। বহু সাফল্য লাভ করেছেন। শাহরুখও কম যান না। কিন্তু এমন একটা জিনিস শাহরুখের কাছে রয়েছে, যা অমিতাভের কাছে নেই।

‘কফি উইথ করণ’-এর মঞ্চে একবার শাহরুখ নিজেই শেয়ার করেছিলেন তাঁর কাছে এমন একটি জিনিস আছে, যা অমিতাভের কাছে নেই। ২০০৫-এ শাহরুখ তখন ‘ম্যায় হু না’-র প্রোমোশন করছেন। অমিতাভ ‘ব্ল্যাক’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত। সে সময় দেওয়া সাক্ষাৎকার ফের সোশ্যাল অডিয়েন্সের আলোচনায় উঠে এসেছে।

সে সময় করণ প্রথমে প্রশ্নটা অমিতাভকেই করেন। এমন কোন জিনিস যা তাঁর রয়েছে, শাহরুখের নেই? অমিতাভ মজা করে উত্তর দেন, “আমার উচ্চতা”। সত্যিই তো। ছ’ফুটের অমিতাভের নিজের উচ্চতা নিয়ে গর্ব করা মানায় বৈকি! একই প্রশ্ন এরপরই শাহরুখকে করা হয়। একটুও সময় না নিয়ে শাহরুখ দ্রুত উত্তর দেন, “লম্বা স্ত্রী”। অর্থাৎ শাহরুখের লম্বা স্ত্রী রয়েছেন (গৌরি খান)। যা অমিতাভের নেই।

অমিতাভ এবং জয়ার উচ্চতার আন্দাজ দর্শকের রয়েছে। শাহরুখের স্ত্রী গৌরি খানের মতো লম্বা নন জয়া। সেটাই মজা করে বলেছিলেন শাহরুখ।

আরও পড়ুন, এখন দর্শক হিসেবে নয়, পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হিসেবে সিনেমা দেখি: রুক্মিণী মৈত্র