AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: পর্দায় আর কোনওদিন ফিরবে না ‘রোম্যান্টিক’ শাহরুখ? মন খারাপের খবর

Shah Rukh Khan Movie: মুক্তি পাওয়া দুই ছবিতে রোম্যান্সের হালকা ঝলক থাকলেও তিনি মূলত অ্যাকশন হিরো। কিন্তু ওই এক চিলতে রোম্যান্সে যে মন ভরছে না ভক্তদের। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া শাহরুখ খানকে প্রশ্ন করে বসলেন তিনি আবার কবে ফিরবেন রোম্যান্টিক ছবিতে?

Shah Rukh Khan: পর্দায় আর কোনওদিন ফিরবে না 'রোম্যান্টিক' শাহরুখ? মন খারাপের খবর
শাহরুখ খান।
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 11:48 AM
Share

শাহরুখ খান, কেরিয়ারের শুরু থেকেই তিনি অ্যাকশন হিরো হতে চাইলেও ভাগ্যে ছিল রোমান্সের কিং হওয়া। তাই পর্দায় পা রাখার কিছুদিনের মধ্যেই শাহরুখ খান ‘রাজ’-‘রাহুল’ নামে মহিলা মহলে জনপ্রিয় হয়ে উঠলেন। তাঁর সংলাপ বলা, পর্দায় তাঁর প্রেম নিবেদন, তাঁর দু’হাত খুলে ভালবাসা বিলিয়ে দেওয়ার কায়দায় বহু লক্ষী লাভ হয়েছে বক্স অফিসে। বর্তমানে সেই কিং খান ৩০ বছরের সফর পূরণ করে ফেলেছেন বলিউডে। এখন তাঁর গালে কাঁচা পাকা দাড়ি, চুলেও পাক। তবু বক্স অফিসে তিনি যে বাদশা ২০২৩ সালে তা প্রমাণ করে দিয়ে গেছেন। মুক্তি পাওয়া দুই ছবিতে রোম্যান্সের হালকা ঝলক থাকলেও তিনি মূলত অ্যাকশন হিরো। কিন্তু ওই এক চিলতে রোম্যান্সে যে মন ভরছে না ভক্তদের। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া শাহরুখ খানকে প্রশ্ন করে বসলেন তিনি আবার কবে ফিরবেন রোম্যান্টিক ছবিতে?

শাহরুখ খান তাঁর যুক্তি খোলসা করে দিয়ে জানালেন, তাঁর মনে পড়ে না তিনি শেষ কবে এই ধরনের দৃশ্যে কাজ করেছেন। এখন তাঁর কাছেও ‘রাহুল’ ‘রাজ’ মানেই– ‘নাম তো শুনাই হোগা’। শাহরুখের কথায় তিনি শেষ রোম্যান্টিক ছবি যখন করেছিলেন তখন তাঁর বিপরীতে থাকা অভিনেত্রী তাঁর থেকে অনেক ছোট ছিল। যার ফলে রোম্যান্টিক দৃশ্যে খুব অস্বস্তি বোধ করেছিলেন শাহরুখ খান। শাহরুখ খানের কথায়, যদিও অভিনেতা হিসেবে এটা হওয়া উচিত নয়।

তারপর থেকে তিনি স্থির করেছিলেন, এই ধরনের দৃশ্যে বা ছবিতে আর কাজ করবেন না। রাহুল, রাজ এই চরিত্রগুলো তরুণ প্রজন্মের অভিনেতাদের জন্য। তাঁর কথায় এই ধরনের দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে তিনি অনেকটাই বয়স্ক হয়ে উঠেছেন। তাই খুব সচেতন ভাবেই রোম্যান্টিক ছবিতে আসতে নিয়ে ফিরছেন না। এ খবর সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই মন খারাপ কিং খান ভক্তদের। যাঁর রোম্যান্সের দৃশ্যগুলো শত শত মহিলার ঘুম কেড়েছে আজ সেই সকল ভক্তরা বেজায় নিরাশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেই ঘরানা পাল্টে শাহরুখ খান যে খুব ভুল করেননি, তা তার বক্স অফিস সমীকরণ দেখলেই বোঝা যায়।