SRK: এ কী করল আব্রাম! হাউহাউ করে কেঁদে ফেললেন শাহরুখ খান

SRK: রাজারও কান্না পায়, তবে কান্না মানেই যে তাতে মিশে থাকতে হবে বেদনা-- এমনটা তো নয়। অভিধানে আনন্দাশ্রু শব্দটাও যে বিদ্যমান। এমনই এক ঘটনা ঘটল খোদ কিং খানের সঙ্গে। হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি। কান্নার নেপথ্যে তাঁর ছোট ছেলে আব্রাম খান।

SRK: এ কী করল আব্রাম! হাউহাউ করে কেঁদে ফেললেন শাহরুখ খান
হাউহাউ করে কেঁদে ফেললেন শাহরুখ খান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 10:11 PM

রাজারও কান্না পায়, তবে কান্না মানেই যে তাতে মিশে থাকতে হবে বেদনা– এমনটা তো নয়। অভিধানে আনন্দাশ্রু শব্দটাও যে বিদ্যমান। এমনই এক ঘটনা ঘটল খোদ কিং খানের সঙ্গে। হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি। কান্নার নেপথ্যে তাঁর ছোট ছেলে আব্রাম খান। কী এমন করেছে ওই একরত্তি যে বাবার চোখে জল? ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলে পড়ে ছোট্ট আব্রাম। সম্প্রতি সেই স্কুলেরই বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানেই এক নাটকে অংশ নিতে দেখা যায় আব্রামকে। মাত্র ১০ বছর বয়স তার–

কিন্তু ওই ছোট্ট বয়সেই যে অসাধারণ অভিনয় সে করে তা দেখে দর্শকাসনে বসা শাহরুখ খান হয়ে যান মুগ্ধ। দুই হাত প্রসারিত করে বাবার আইকনিক স্টেপও নকল করতে দেখা যায় তাঁকে। আর ঠিক তখনই শিশুর মতো কেঁদে ফেলেন শাহরুখ। না, এ কান্না কষ্টের নয়, এ কান্না আনন্দের। এ কান্না ছেলের সাফল্যের। যে কান্না পাশে থাকার বার্তা নিয়ে আসে। প্রকাশ করে এক গর্বিত বাবার অনুভূতি।