SRK’S Mannat: বদলে গেল শাহরুখের সাধের বাড়ি ‘মন্নত’! ভক্তরা হয়ে পড়েছেন আবেগঘন

SRK'S Mannat: কারও চোখে জল, কেউ বার আবার বারবার হাতড়াচ্ছেন নস্টালজিয়া। কী বদল এসেছে?

SRKS Mannat: বদলে গেল শাহরুখের সাধের বাড়ি মন্নত! ভক্তরা হয়ে পড়েছেন আবেগঘন
ভক্তরা হয়ে পড়েছেন আবেগঘন

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 24, 2022 | 9:49 AM

শাহরুখের বিলাসবহুল বাড়ি ‘মন্নত’-এ এল বদল। ভক্তরা হয়ে পড়েছেন আবেগঘন। কারও চোখে জল, কেউ বার আবার বারবার হাতড়াচ্ছেন নস্টালজিয়া। কী বদল এসেছে? জানা যাচ্ছে, নেমপ্লেটে এসেছে বদল। আগের গোটা গোটা অক্ষরের বদলে এসেছে স্টাইলিশ ফন্ট। ছিল ব্যাকরণগত ভুল, ঠিক করা হয়েছে তাও।

আগে নেমপ্লেটে লেখা থাকত বড় হাতে ‘MANNAT LAND END’… তার জায়গায় এবার থেকে দেখতে পাওয়া যাবে ‘Mannat LAND’S END’…. রঙেরও পরিবর্তন ঘটেছে। সেই ছবি এখন টুইটারে ট্রেন্ড করছেন। দুই ছবি পাশাপাশি শেয়ার করছেন ভক্তরা। এক আবেগঘন ফ্যানের টুইট বলছে, “চেয়েছিলাম পুরনো নেমপ্লেটের সঙ্গে একটি ছবি তুলে রাখতে। ওই ডিজাইন সব সময়েই আইকনিক। কিন্তু সুযোগ হল না। খারাপ লাগছে”। আবার আর এক ভক্ত বেশ কিছু বছর আগে পুরনো নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে নিজের এক ছবি শেয়ার করেছেন, সঙ্গে বর্তমান নেমপ্লেটের সঙ্গেও করেছেন ছবি শেয়ার। আর একজনের বক্তব্য, “নেমপ্লেটের পরিবর্তন হতেই থাকবে। কিন্তু এই আবেগের, এই ভালবাসার কোনও পরিবর্তন হবে না কখনও।”

শাহরুখের ভক্তসংখ্যা অগুণতি। প্রতি বছর জন্মদিনের দিন বাড়ির ছাদ থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। বিভিন্ন রাজ্য থেকে হাজির হন অনুরাগীরা। কিন্তু গত দুই বছর তা হয়নি। গত বছর অক্টোবর মাসে এই মন্নতের অন্দরেই উঠেছিল ঝড়। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। তিনি জামিনে মুক্ত। এন্ট্রিও নিয়েছেন বলিউডে। বাবার প্রযোজনা সংস্থা থেকে চিত্রনাট্যকারের ভূমিকায় ডেবিউ হচ্ছে তাঁর। শাহরুখও শুটিং করছেন চুটিয়ে। পাঠান ছবির কাজ সেরে তিনি ব্যস্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ নিয়ে। দিন কয়েক আগে ওই ছবির ঘোষণা করেছেন রাজকুমার ও শাহরুখ।