শক্তি কাপুরের ক্রাইম মাস্টার গোগো রিক্রিয়েট হচ্ছে; অভিনয়ে শক্তিকন্যা শ্রদ্ধা

একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ঘোষণা হয়, ক্রাইম মাস্টার গোগোকে নতুন মোড়কে আনছেন তাঁরা। পোস্ট করা হয় একটি মজার ভিডিয়ো।

শক্তি কাপুরের ক্রাইম মাস্টার গোগো রিক্রিয়েট হচ্ছে; অভিনয়ে শক্তিকন্যা শ্রদ্ধা

| Edited By: Sneha Sengupta

Jul 20, 2021 | 10:37 PM

১৯৯৪ সাল। মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। সেখানে ক্রাইম মাস্টার গোগোর চরিত্রে অভিনয় করেছিলেন শক্তি কাপুর। পরবর্তীকালে ক্রাইম মাস্টার গোগোর নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন শক্তি। চরিত্রটি যেন তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে যায়। এবার সেই চরিত্রকেই নতুন ভাবে তৈরি করছে একটি ওটিটি প্ল্যাটফর্ম।

সেই ওটিটি প্ল্যাটফর্মেই ঘোষণা হয়, ক্রাইম মাস্টার গোগোকে নতুন মোড়কে আনছেন তাঁরা। পোস্ট করা হয় একটি মজার ভিডিয়োও। থাকছেন শক্তি কাপুরের কন্যা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এ বিষয়ে শক্তি কাপুর এক সাক্ষাৎকারে বলেছেন, “বিষয়টি নিয়ে বেশি কিছু বললে সাসপেন্স নষ্ট হয়ে যাবে। আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মই গোটা বিষয়টি আপনাদের জানাবে। শুধু এটুকু বলতে পারি, আমার এই আইনিক চরিত্রটি তাঁরা রিক্রিয়েট করার কথা ভেবেছেন দেখে ভাল লাগছে। আরও ভাল লাগছে, আমার কন্যা শ্রদ্ধাকেও দেখা যাবে। ওঁর সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো মধুর। আমি নিজেই শ্রদ্ধার বড় ভক্ত। আমাকে ওঁ বাপু বলে ডাকে। আমার ক্রাইম মাস্টার গোগো চরিত্রটা ওঁ খুব ভালবাসে। আমার মেয়ে সব জায়গায় মজা করে বলে ওঁ নাকি ক্রাইম মাস্টার গোগি। কেউ যদি কোনও ছবি বানায় আর নাম দেয় ‘ক্রাইম মাস্টার গোগো অউর উসকি বেটি’ তা হলে আরও ভাল হয়।”

‘আন্দাজ আপনা আপনা’ তৈরি হওয়ার সময় শক্তিকে প্রথমে ওই চরিত্রের জন্য ভাবা হয়নি। ভাবা হয়েছিল টিনু আনন্দকে। কিন্তু ডেট না পাওয়ার ফলে শক্তির কাছে অফার আসে। বাকিটা ইতিহাস!

আরও পড়ুননতুন চমক নিয়ে আসতে চলেছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান; তিনি কি ছবিতে অভিনয় করবেন?