‘শোলে’র অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ স্বীকার করলেন শত্রুঘ্ন!

Shatrughan Sinha: শত্রুঘ্ন জানান, ডেটের সমস্যায় বহু ছবি ছেড়ে দিতে হয় তাঁদের। অমিতাভ বচ্চনও নাকি ‘কালী চর’ণ ছেড়ে দেন ডেটের কারণেই।

‘শোলে’র অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ স্বীকার করলেন শত্রুঘ্ন!
শক্রুঘ্ন সিনহা।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 03, 2021 | 1:48 PM

অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর জুটির ‘শোলে’ বলিউডি ছবির ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলস্টোন। এই ছবির একসঙ্গে অনেকগুলো এক্স ফ্যাক্টরের জন্ম দিয়েছিল। কিন্তু অমিতাভের আগে এই অফার গিয়েছিল শক্রুঘ্ন সিনহার কাছে। তিনি ফিরিয়ে দেন। তার জন্য কি তাঁর আজও আফসোস হয়? ‘ইন্ডিয়ান আইডল ১২’-র মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শোলের অফার ফিরিয়ে দেওয়ার আসল কারণ ব্যখ্যা করলেন অভিনেতা।

শত্রুঘ্নর কথায়, “এটা হিউম্যান এরর। রমেশ সিপ্পি সাব দারুণ ছবি তৈরি করতেন। ‘শোলে’ও ব্লকবাস্টার হয়েছিল। আমি সে সময় পর পর এমন কিছু ছবির শুটিং করছিলাম, যেখানে দু’জন হিরো। ফলে ততটা আগ্রহ দেখাইনি। আর আমার ডেটের সমস্যাও ছিল। এখন ভাবলে খারাপ লাগে। তবে আমি সত্যিই খুশি, আমি রাজি হইনি বলেই আমার বন্ধু, জাতীয় তারকা অমিতাভ বচ্চন ‘শোলে’তে এত বড় ব্রেক পেয়েছিল।”

শত্রুঘ্ন আরও জানান, ডেটের সমস্যায় বহু ছবি ছেড়ে দিতে হয় তাঁদের। অমিতাভ বচ্চনও নাকি ‘কালী চর’ণ ছেড়ে দেন ডেটের কারণেই। তাঁর মতে, রাজেশ খান্না, শাহরুখ খান, সলমন খান, সানি দেওলের মতো তারকারাও বহু ছবি ডেটের কারণে করতে পারেননি। এই ইন্ডাস্ট্রির এটাই নিয়ম। তবে সে দিন যদি শত্রুঘ্ন ‘শোলে’তে অভিনয় করতে রাজি হতেন, আজ অনেক কিছুই অন্য রকম হতে পারত। একাধারে তাঁর এত বড় ছবির অফার ছেড়ে দেওয়ার দুঃখ রয়েছে ঠিকই, কিন্তু বন্ধু অর্থাৎ অমিতাভ বচ্চনের সাফল্যে তিনি গর্বিত। সে কথা অকপটে স্বীকার করে নিলেন শত্রুঘ্ন।

আরও পড়ুন, টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?