Shehnaaz Gill: সিদ্ধার্থর প্রয়াণের পর প্রথম ক্যামেরার সামনে শেহনাজ, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 08, 2021 | 8:41 PM

Shehnaaz Gill: দিলজিৎ এবং সোনম তাঁদের আসন্ন ছবি ‘হনসলা রাখ’ নিয়ে ব্যস্ত। তাঁদের সঙ্গে সামিল হয়েছিলেন শেহনাজও। সিদ্ধার্থর মৃত্যুর প্রায় এক মাস পরে প্রকাশ্যে শেহনাজ।

Shehnaaz Gill: সিদ্ধার্থর প্রয়াণের পর প্রথম ক্যামেরার সামনে শেহনাজ, দেখুন ভিডিয়ো
শেহনাজ গিল।

Follow Us

সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের পর থেকে নিজেকে ক্যামেরার সামনে থেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। সিদ্ধার্থ-শেহনাজের প্রেমের সম্পর্কের কথা সকলেই জানেন। প্রেমিকের অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি শেহনাজ। একেবারে ভেঙে পড়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাঁর এতদিন তাঁর উপস্থিতি ছিল না। ধীরে ধীরে ফের কাজে ফিরছেন শেহনাজ। দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়ার সঙ্গে তৈরি শেহনাজের একটি ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে।

দিলজিৎ এবং সোনম তাঁদের আসন্ন ছবি ‘হনসলা রাখ’ নিয়ে ব্যস্ত। তাঁদের সঙ্গে সামিল হয়েছিলেন শেহনাজও। সিদ্ধার্থর মৃত্যুর প্রায় এক মাস পরে প্রকাশ্যে শেহনাজ। তিনি যে ফের কাজে ফিরেছেন, এতেই খুশি অনুরাগীরা। শেহনাজের হাসিমুখের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। সিদ্ধার্থকে হয়তো কখনও ভুলতে পারবেন না শেহনাজ। কিন্তু তাঁর স্মৃতি সঙ্গে নিয়েই নিজের দক্ষতার সাহায্যে আরও ভাল কাজ করতে পারবেন, এই আশা করছেন তাঁদের অনুরাগীরা।

সূত্রের খবর, একটি পাঞ্জাবি ছবির কাজ কিছুটা শেষ করেছিলেন শেহনাজ। সে ছবির বাকি কাজেই ফের শুটিং ফ্লোরে ফিরছেন তিনি। প্রযোজক দিলজিৎ থিন্ড এক সাক্ষাৎকারে বলেন, “আমি ক্রমাগত শেহনাজের টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। ওরা নিয়মিত শেহনাজের খোঁজ দিত। শেহনাজ প্রফেশনাল। আমাদের সঙ্গে ও প্রোমোশনাল গানের শুটিং করতে রাজি হয়েছে। ওর ভিসার বিষয়টা কী হচ্ছে দেখে নিয়ে আমরা ভারতে বা ইংল্যান্ডে শুটিং করব।”

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর একটি পোস্টও করেননি শেহনাজ। জনসমক্ষেও দেখা যায়নি তাঁকে। শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থের শেষ যাত্রায়। ফ্যাকাশে চোখ, আর জমাট বাঁধা কান্নায় কোনওমতে দাদা শেহবাজের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন সিদ্ধার্থের নিথর দেহের কাছে।

সিদ্ধার্থের শেষকৃত্যে সঙ্গী হয়েছিলেন শেহনাজ। গাড়ি থেকে নামতেই পাপারাৎজি ঘিরে ধরেছিল তাঁকে। দাদা শাহবাজের উপস্থিতিতে ক্রমে ভিড় ঢেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। শ্মশানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরেছিলেন সাদা-মাটা চুড়িদার। ক্লান্তি-কষ্টে মাথা এলিয়ে দিয়েছিলেন গাড়ির সিটে। সব সময় হাসিখুশি মেয়েটির এমন অবস্থা সেই প্রথম দেখেছিলেন নেটিজেন। তিনি যে ভাল নেই সে কথা জানিয়েছিল তাঁর পরিবারও।

বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা আর পূর্ণ হল না। শেহনাজ দ্রুত স্বাভাবিক হন, এখন এটাই প্রার্থনা ভক্তদের।

আরও পড়ুন, Samantha Prabhu: ‘অন্য প্রেম, গর্ভপাত’, ভুয়ো ব্যক্তি আক্রমণের প্রতিবাদে মুখর সামান্থা

Next Article
Salman Khan: প্রয়াত সঙ্গীত শিল্পী ওয়াজিদের জন্মদিনে সাজিদের সঙ্গে কী করলেন ভাইজান?
Aryan Khan drug case: আরিয়ান গ্রেফতার মামলায় এ বার সুশান্ত কান্ডের যোগ!