খারাপ খবর। প্রয়াত হলেন অভিনেতা শেখর সুমনের মা। অল্প কিছুদিন রোগভোগের পর বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। এ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শেখর লিখেছেন, “আমি অনাথ হয়ে গেলাম…”।
মা যে ভাল নেই তা দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিচ্ছিলেন অভিনেতা। দু’দিন আগেও টুইটারে তিনি লিখেছিলেন, “এক কঠিক অসুখের সঙ্গে লড়াই করছে আমার মা। মা ভাল নেই। আমি ভগবান শিবের কাছে তাঁকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছি। আপনাদের সবার প্রার্থনার খুব প্রয়োজন আমার।”
My beloved♥Mother whom I loved the most in this world left for her heavenly abode yday.i feel orphaned and devastated.Thank you Ma for being there for all of us all the time.i will miss you till my last breath.
Thank you all for your prayers and blessings?— Shekhar Suman (@shekharsuman7) June 18, 2021
অবশেষে শুক্রবার বিকেলে এই মৃত্যুসংবাদ। শেখর লেখেন, “যাকে আমি সবচেয়ে বেশি ভালবাসতাম, আমার মা এই দুনিয়া ছেড়ে চিলে গিয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় মিস করব মা, আমায় অনাথ করে দিলে…।” শেখরের এই বিরাট ক্ষতিতে তাঁকে শক্ত থাকার বার্তা দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন- ভিভের সন্তান গর্ভে জেনেও নীনাকে বিয়ে করতে চাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সতীশ কৌশিক
মায়ের সঙ্গে শেখরের সম্পর্ক দৃঢ়। মার্চ মাসেও মা’কে করোনার টিকা দিতে নিয়ে গিয়েছিলেন তিনি। টিকাশেষে লিখেছিলেন, “এ বার নিশ্চিন্ত লাগছে।” কিন্তু সেই নিশ্চিন্ত থাকার রেশ স্থায়ী হল না। চলে গেলেন অভিনেতার মা।