শিল্পা শেট্টির জন্যই কি প্রথমা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল শিল্পার প্রথমা স্বামী রাজ কুন্দ্রার? সম্প্রতি রাজের প্রথমা স্ত্রী কবিতা কুন্দ্রার এক পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই অভিযোগের তীর শিল্পার দিকে। এ বার তা নিয়ের এক সাক্ষাৎকারে মুখ খুললেন রাজ। সাফ জানালেন, তাঁর এবং কবিতার বিচ্ছেদের কারণ কবিতা নিজেই।
রাজ আরও জানান, তাঁর বোনের বরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল তাঁর প্রথমা স্ত্রী, সেই কারণেই ওই সম্পর্ক থেকে সরে আসেন রাজ।
তাঁর কথায়, “হঠার করেই শিল্পার জন্মদিনের ঠিক পরের দিন যখন কবিতার ওই মিথ্যে কথা বলা ভিডিয়োগুলো ভাইরাল হতে থাকে তখন আমি ঠিক করি সত্যিটা হয়তো আমার এবার বলা উচিত। শিল্পা আমায় বারণ করেছিল। কিন্তু যথেষ্ট হয়েছে।”
রাজ যোগ করেন, “আমার বোন, বোনের বর, আমার মা এবং স্ত্রী কবিতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছিলাম আমি। কিন্তু হঠাৎই আমি বিজনেস ট্রিপে বাইরে গেলেই আমার বোনের বরের সঙ্গে তাঁর সম্পর্কে এক বিশেষ মাত্রা পায়। আমার চালকও আমাকে সাবধান করে। আমি যদিও বিশ্বাস করিনি প্রথমে। কিন্তু আমার মা একদিন ওঁদের হাতেনাতে ধরে। এর পরেই আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।”
আরও পড়ুন- ‘তাড়াতাড়ি করে ফেলব…’, ইমনকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব গায়িকারও
রাজ এবং শিল্পা বিয়ে করেন ২০০৯ সালে। শিল্পার বোন শমিতার মাধ্যমেই রাজের সঙ্গে আলাপ শিল্পার। তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে ভিয়ান এবং মেয়ে সমিশাকে নিয়ে তাঁদের সুখের সংসার।