পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে কয়েক মাস আগে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই শিল্পা শেট্টির সঙ্গে তাঁর ব্যক্তি সম্পর্ক যে আর সোজা পথে চলছে না, তা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। যদিও দাম্পত্য সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি শিল্পা। কিন্তু দুই সন্তানের ভবিষ্যতের দায়িত্ব যে তাঁর একার, সে ইঙ্গিত দিয়েছেন। রাজের উপার্জনে তিনি নিজের সন্তানদের বড় করতে চান না। পরোক্ষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আর এ বার ‘ভুল সিদ্ধান্ত’ এবং ‘নতুন করে শুরু’র ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
এ বারও সরাসরি কিছু বলেননি শিল্পা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের ছবি শেয়ার করেছেন। সেখানে কার্ল বার্ড-এর একটি কোটেশন রয়েছে। যেখানে লেখা, ‘যদিও কেউ গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে না। যে কেউ এখন থেকে শুরু করতে পারে এবং একটা নতুন শেষের সূচনা করতে পারে।’
যে পরিচ্ছদ শিল্পা পড়ছেন তার নাম ‘নিউ এন্ডিং’। সেখানে রয়েছে, ‘যে ভুল সিদ্ধান্ত আমরা নিই, যে ভুল জীবনে করি, যে বন্ধুদের কষ্ট দিই, তা আলোচনা আমরা সময় নিয়ে করতে পারি। কিন্তু তার জন্য ধৈর্য্য ধরতে হবে। আমরা অতীত পরিবর্তন করতে পারব না। যতই আলোচনা করি না কেন, সেটা সম্ভব নয়। কিন্তু আমরা নতুনের দিকে এগিয়ে যেতে পারি। ভাল সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুল এড়িয়ে চলতে পারি। যাঁরা আমাদের চারপাশে রয়েছেন, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতে পারি। অন্তত ভবিষ্যৎ আমি যেমন চাইছি, তেমন তৈরি করতে পারি।’
শিল্পার ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।
১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিনই রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ।
রাজ মামলায় সদ্য একটি সাপ্লিমেন্টরি চার্জশিট ফাইল করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, গত বুধবার মুম্বই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার ওই চার্জশিট পেশ করা হয়েছে। এই মামলায় গত এপ্রিলে প্রথম চার্জশিট গঠন করে পুলিশ। সে সময় পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা দেখানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন ন’জন ব্যক্তি। পরে তদন্তে উঠে আসে আরও দুই অভিযুক্তের নাম। তার মধ্যে একজন রাজ। দুজনকেই গ্রেফতার করা হয় বলে খবর। চলতি বছরের শুরুতে মুম্বইয়ের মালাড পুলিশ মাড আইল্যান্ডের একটি বাংলোতে হঠাৎই তল্লাশি চালায়। ওই বাংলোতে পর্ন ফিল্মের শুটিং হচ্ছিল বলে খবর। সে সময় পরিচালক, অভিনেতা এবং টেকনিক্যাল কর্মীদের গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তদন্তে জানতে পারে টেলিভিশন ইন্ডাস্ট্রির কিছু শিল্পী এই ব্যবসায় জড়িত।
আরও পড়ুন, Suban Roy: হাতা গোটানো সুবান নয়, আমি এ বার গুড বয়: সুবান রায়