Satinder Kumar Khosla: প্রয়াত ‘শোলে’ ছবির কয়েদি বীরবল; হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু
Satinder Kumar Khosla Death: মঙ্গলবার বিকেলে, অর্থাৎ ১২ সেপ্টেম্বর মৃত্যু ঘটে সতিন্দরের। তাঁর বন্ধু যুগনু খবরটির সত্যতা জানিয়েছেন সংসাদ সংস্থাকে।
![Satinder Kumar Khosla: প্রয়াত 'শোলে' ছবির কয়েদি বীরবল; হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু Satinder Kumar Khosla: প্রয়াত 'শোলে' ছবির কয়েদি বীরবল; হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/sholay.jpeg?w=1280)
তাঁর অত বড় নামে নয়, সতিন্দর কুমার খোসলাকে বলিউডের সকলে চিনতেন ‘বীরবল’ নামে। তিনি অভিনয় করেছিলেন কালজয়ী ছবি ‘শোলে’তে। সংবাদ সংস্থা এএনআই মারফত জানা গিয়েছে, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০।
মঙ্গলবার বিকেলে, অর্থাৎ ১২ সেপ্টেম্বর মৃত্যু ঘটে সতিন্দরের। তাঁর বন্ধু যুগনু খবরটির সত্যতা জানিয়েছেন সংসাদ সংস্থাকে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটেছে অভিনেতার। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।
মুম্বইয়ের সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (CINTAA) বীরবল সম্পর্কে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁরা লিখেছেন, “বীরবলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮১ সাল থেকে সিন্টার সদস্য় ছিলেন তিনি।”
মূলত হাস্যরসে ভরপুর চরিত্রে অভিনয় করতেন বীরবল। অর্থাৎ, কমিক রোলে। তাঁর অন্যরকম চেহারা, মোটা গোঁফ দেখে অনায়াসেই চেনা যেত। ‘শোলে’ ছাড়াও মনোজ কুমার অভিনীত বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন সতিন্দর। যেমন ‘উপকার’, ‘রোটি কপরা অউর মাকান’, ‘ক্রান্তি’।
কিন্তু ‘শোলে’ ছবিতে এক কয়েদির চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়ে নিয়েছিল। তাঁকে লাইমলাইটে নিয়ে এসেছিল ভীষণভাবে. ‘নসিব’, ‘ইয়ারানা’, ‘হম হ্যা রাহি পেয়ার কে’, ‘অঞ্জাম’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেতা।
![শরীরে এই জিনিস কম থাকলে সারাদিন চকোলেট খেতে ইচ্ছা করে, জানতেন! শরীরে এই জিনিস কম থাকলে সারাদিন চকোলেট খেতে ইচ্ছা করে, জানতেন!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/What-is-the-reason-behind-a-person-want-to-eat-chocolate-all-day.jpg?w=670&ar=16:9)
![ফ্রিজে ৭ দিন ফল তাজা রাখতে চান? মানুন ছোট্ট কয়েকটি উপায় ফ্রিজে ৭ দিন ফল তাজা রাখতে চান? মানুন ছোট্ট কয়েকটি উপায়](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/How-to-keep-fruits-fresh-long-time-in-refrigerator.jpg?w=670&ar=16:9)
![সাবধান! প্রতিদিন এই রাসায়নিক শরীরে গেলেই বাড়ছে বন্ধ্যাত্ব সাবধান! প্রতিদিন এই রাসায়নিক শরীরে গেলেই বাড়ছে বন্ধ্যাত্ব](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Infertility-can-happen-by-using-these-chemical-products-everyday.jpg?w=670&ar=16:9)
![পেটভর্তি খাবার খেয়েও নোনতার লোভ সামলাতে পারছেন না, কারণ কী? পেটভর্তি খাবার খেয়েও নোনতার লোভ সামলাতে পারছেন না, কারণ কী?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Why-people-feel-eating-salty-things-after-eating-food.jpg?w=670&ar=16:9)
![শীতে সুস্থ থাকার ৫ বীজমন্ত্র, 'জপলে' ফিরবে যৌবন শীতে সুস্থ থাকার ৫ বীজমন্ত্র, 'জপলে' ফিরবে যৌবন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/5-healthy-seeds-people-should-eat-in-winter.jpg?w=670&ar=16:9)
![অনিয়মিত পিরিয়ডসে চিন্তায়? এই লাড্ডু খেলে হতে পারে কেল্লাফতে অনিয়মিত পিরিয়ডসে চিন্তায়? এই লাড্ডু খেলে হতে পারে কেল্লাফতে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Diet-ladoo-recipe-how-to-make-it-for-irregular-periods.jpg?w=670&ar=16:9)